আন্তর্জাতিক ডেস্ক : ইরানে আফগান অভিবাসী এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয়-বিষয়ক পরিচালক মোহাম্মদ রেজা বাহরামির সাথে দেখা করেছেন আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসনমন্ত্রী মাওলাভি আব্দুল কবির।
বৈঠকে, বাহরামি কাবুল ও তেহরানের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন এবং ঘোষণা করেন যে ইরান আফগানিস্তানের নাগরিকদের জন্য দুই লাখ ওয়ার্ক ভিসা দেবে।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন রেজা বাহরামি।
তিনি বলেছেন, আফগানিস্তান চাইলে ইরান কাবুল ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত।
মাওলাভি আব্দুল কবির ইরানকে আফগান অভিবাসীদের সাথে সহানুভূতিশীল আচরণ করার এবং তাদের সম্পত্তির ক্ষতি থেকে রক্ষা করার আহ্বান জানান।
তিনি সমস্ত আয়োজক দেশকে আফগান অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কার করা থেকে বিরত থাকারও আহ্বান জানান।
কাবুল ও ইসলামাবাদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে আব্দুল কবির জোর দিয়ে আরও বলেন, আফগান ভূখণ্ডকে অন্যদের বিরুদ্ধে ব্যবহার করা তালেবান সরকারের নীতির অংশ নয়।
অভিযোগ তোলার পরিবর্তে ধর্মীয় পণ্ডিতদের সাথে আলোচনা এবং সহযোগিতার মাধ্যমে নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করা উচিত বলেও মত দেন তিনি। সূত্র: টোলো নিউজ