শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:২৩:১৬

সংস্করণ ঘোষণা Apple Vision Pro-র

সংস্করণ ঘোষণা  Apple Vision Pro-র

অ্যাপল তার স্পেশিয়াল কম্পিউটার Apple Vision Pro-র নতুন সংস্করণ ঘোষণা করেছে। এটি M5 চিপ দিয়ে সজ্জিত। নতুন ডিভাইসটি আগামী ২২ অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে। দাম থাকছে ৩,৪৯৯ ডলার।

Apple Vision Pro M5
কোম্পানির দাবি, নতুন প্রসেসর পূর্ববর্তী জেনারেশনের তুলনায় ১০% বেশি পিক্সেল রেন্ডার করতে পারে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০Hz-এ উন্নীত হয়েছে। এটি মোশন ব্লার কমিয়ে আনে।

Apple Vision Pro M5-এর ব্যাটারি লাইফ
নতুন Apple Vision Pro-এর ব্যাটারি সাধারণ ব্যবহারে দুই ঘণ্টা চলবে। ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রে তিন ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। ব্যবহারকারীদের ব্যাটারি চার্জে সংযুক্ত রাখার পরামর্শ দিয়েছে অ্যাপল।

অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট বব বোরচার্স বলেন, M5-এর মাধ্যমে নতুন Apple Vision Pro দ্রুততর পারফরম্যান্স দিচ্ছে। এটি স্পেশিয়াল কম্পিউটিংয়ের নতুন মান স্থাপন করেছে। তাঁর বক্তব্য Bloomberg-এর প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

visionOS 26-এর নতুন ফিচার
visionOS 26 সফটওয়্যার আপডেটটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। Personas ফিচারটি এখন বেটা পর্যায় থেকে বেরিয়ে এসেছে। এটি ব্যবহারকারীর চেহারা আরও বাস্তবসম্মত দেখায়।

Spatial Widgets ব্যবহারকারীদের উইজেট বাস্তব জগতে স্থাপন করতে দেয়। ফ্রেমের width, color এবং depth কাস্টমাইজ করার সুযোগ রয়েছে। গেমিংয়ের জন্য তৃতীয় পক্ষের এক্সেসরি ইন্টিগ্রেশন যুক্ত হয়েছে।

শেয়ার্ড spatial experience-এর মাধ্যমে ব্যবহারকারীরা একসাথে মুভি দেখতে পারবেন। গেম খেলতে পারবেন। অফিসের কাজে সহযোগিতা করতে পারবেন। Spatial scenes প্রতিটি ফটোকে প্রাণবন্ত depth দেবে।

Apple Vision Pro M5-এর প্রি-অর্ডার ও প্রাপ্যতা
M5 Apple Vision Pro 256GB স্টোরেজ সংস্করণ দিয়ে শুরু হচ্ছে। ডিভাইসটির প্রি-অর্ডার শুরু হয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানিতে। হংকং, জাপান, UAE, UK এবং US-এও প্রি-অর্ডার করা যাচ্ছে।

আগামী বুধবার, ২২ অক্টোবর থেকে ডিভাইসটি ক্রয় করা যাবে। দাম পূর্বের মডেলের মতোই ৩,৪৯৯ ডলার রাখা হয়েছে। Reuters-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন মডেলটি আরও বেশি গ্রাহককে আকর্ষণ করবে।

নতুন Apple Vision Pro M5 চিপ দিয়ে সজ্জিত হয়ে বাজারে আসছে। এটি স্পেশিয়াল কম্পিউটিং experience-কে আরও উন্নত করেছে। visionOS 26-এর নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য additional value নিয়ে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে