শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:৩৩:৪৫

কী খবর অ্যাপলের ভাঁজযোগ্য আইফোনের? যা জানা গেল

কী খবর অ্যাপলের ভাঁজযোগ্য আইফোনের? যা জানা গেল

Apple-এর প্রথম ভাঁজযোগ্য আইফোন ২০২৬ সালে চালু হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রিপোর্ট দাবি করছে, এটি ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে। কোরিয়ান নিউজ আউটলেট The Elec এই তথ্য জানিয়েছে। তারা মিজুহো সিকিউরিটিজের একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়েছে।

নকশা চূড়ান্ত না হওয়ায় এই বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে হিংজের মতো গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এখনও ফাইনাল হয়নি। Apple এখনও এই ডিভাইসের উৎপাদন পরিকল্পনা চূড়ান্ত করেনি।

ভাঁজযোগ্য আইফোনের সম্ভাব্য বিলম্ব
মিজুহো সিকিউরিটিজের রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভাঁজযোগ্য আইফোন লঞ্চ করা কঠিন হবে। প্যানেল উৎপাদনের লক্ষ্য ইতিমধ্যেই কমানো হয়েছে। প্রাথমিক লক্ষ্য ছিল ১.৩ কোটি ইউনিট। পরে তা ১.১ কোটিতে নামে। এখন সেটি ৯০ লাখে নিয়ে আসা হয়েছে।

বিলম্ব না হলেও ২০২৬ সালে সর্বোচ্চ ৫০ থেকে ৭০ লাখ ইউনিট বিক্রি হতে পারে। Apple-এর বার্ষিক iPhone শিপমেন্টেও প্রভাব পড়তে পারে। ২০২৬ সালে ২২.৯ কোটি ইউনিট বিক্রির পূর্বাভাস দেওয়া হয়েছে। এটি চলতি বছরের চেয়ে ৭% কম।

আইফোন ১৮ সিরিজে কি পরিবর্তন আসছে?
২০২৬ সালে Apple স্ট্যান্ডার্ড আইফোন ১৮ মডেল বাদ দিতে পারে। এর বদলে লঞ্চ হতে পারে iPhone 18 Air, Pro, Pro Max এবং Fold মডেল। সস্তার স্ট্যান্ডার্ড মডেলটি ২০২৭ সালের বসন্ত পর্যন্ত পিছতে পারে।

এটি Apple-এর বিক্রির ওপর বড় প্রভাব ফেলবে। স্ট্যান্ডার্ড আইফোন প্রথম বছরেই ২ কোটি ইউনিট বিক্রি হতে পারে। ২০২৭ সালে iPhone উৎপাদন ২৫.২ কোটিতে পৌঁছাতে পারে। এটি ২০১৫ সালের পর সর্বোচ্চ রেকর্ড হবে।

ভাঁজযোগ্য আইফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

ভাঁজযোগ্য আইফোনে থাকতে পারে ৭.৫৮ ইঞ্চির মূল ডিসপ্লে। কভার ডিসপ্লে হবে ৫.৩৮ ইঞ্চির। CoE টেকনোলজি ব্যবহার করা হতে পারে। LTPO OLED প্যানেলে ProMotion টেকনোলজি থাকবে। ডিসপ্লে তৈরি করবে Samsung Display।

দাম ২,০০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। এটি Samsung এবং Google-এর ফোল্ডেবল ফোনের দামের কাছাকাছি হবে। ২০২৭ সালের মধ্যে দাম কমতে পারে। Apple-এর ২০তম বার্ষিকী আইফোনে নতুন টেকনোলজি আসবে।

ভাঁজযোগ্য আইফোন বিলম্বের প্রভাব

ভাঁজযোগ্য আইফোনের রেসপন্সের ওপর নির্ভর করছে Apple-এর পরবর্তী সিদ্ধান্ত। কোম্পানির প্রথম ভাঁজযোগ্য MacBook ২০২৮ বা ২০২৯ সালের আগে আসবে না। এটি ১৮.৯ ইঞ্চির ডিভাইস হবে। ভাঁজযোগ্য আইফোন বাজারে আসতে এখনও সময় লাগবে। Apple তার নকশা ও উৎপাদন পরিকল্পনা নিয়ে সতর্কভাবে এগোচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে