রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ০৯:৫৬:৫৭

বাস উল্টে ১৫ জনের মৃত্যু

বাস উল্টে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে গেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। রাতের আঁধারে ভ্রমণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়েছে যাত্রীবাহী একটি বাস। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ১১ জনই নারী।

 স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ। খবর এপির।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ৮টার কিছু আগে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত লেনে ঢুকে পড়ে গাড়িটি। এরপর সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে বাসটি আঘাত করে এবং উল্টে যায়।

বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন বলে পুলিশের প্রাপ্ত তালিকায় উল্লেখ আছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনায় চালক হালকা আঘাত পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কয়েকজন হয়তো সিটবেল্ট না বেঁধেই বসে ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে