শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১:৩১:৪৯

জ্বালানি ট্যাংকে মোটরসাইকেলের ধাক্কায় বাসে বিস্ফোরণ, নিহত ২০

জ্বালানি ট্যাংকে মোটরসাইকেলের ধাক্কায় বাসে বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে গেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। মধ্যরাতে চলন্ত এক মোটরসাইকেলের ধাক্কায় বিস্ফোরিত হয়েছে যাত্রীবাহী এক বাস। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে ছাই হয়ে গেছে বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ২১ জন।

স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে তিনটার দিকে কুর্নুলের চিন্নাটেকুরে ঘটে এ দুর্ঘটনা। খবর হিন্দুস্তান টাইমসের। 

প্রতিবেদন অনুযায়ী, বাসটিতে ৪১ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত ২১ জনকে খুঁজে পেয়েছেন। বাকি ২০ জনের মধ্যে ১১ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে, আর ৯ জনের এখনও পরিচয় জানা যায়নি। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশের তথ্যমতে, বেসরকারি মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুতগতিতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসতে থাকা একটি মোটরসাইকেল বাসটির নিচে পড়ে যায় এবং বাসের ফুয়েল ট্যাংকে আঘাত করে। এতে তাৎক্ষণিকভাবে বড় এক বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়। এ সময় শর্ট সার্কিটের কারণে বাসের দরজা আটকে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই গাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসের বেশির ভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর জানালা ভেঙে বেরিয়ে অনেকে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও অর্ধেক যাত্রীয় বাসের ভেতরে আটকে যান।

স্থানীয় কিছু লোকজন যাত্রীদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন এবং খবর দেন ফায়ার সার্ভিসকেও। কিন্তু ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বাসটি প্রায় আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুলিশ জানিয়েছে, অনেকের দেহ এতটাই পুড়ে গেছে যে, তাদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তার সন্ধানে তল্লাশি চলছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। সকাল পর্যন্ত উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান অব্যাহত ছিল।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু। সরকারি সফরে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবসহ শীর্ষ কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দিয়েছেন। আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে চন্দ্রবাবু নায়ডু লেখেন, অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাসে আগুন লেগে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে