আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে। টানা কয়েকদিন অস্বাভাবিক বৃদ্ধির পর দাম কমা শুরু করে। গতকাল সোমবার স্পট গোল্ডের দাম ৩ শতাংশ এবং আজ মঙ্গলবার ১ শতাংশ কমেছে। এতে করে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৩ দশমিক ৫৩ ডলারে।
এ মাসের শুরুতে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ৪ হাজার ৩৮১ ডলার হয়েছিল। এতে দেখা যাচ্ছে কয়েকদিনে মূল্য ১০ শতাংশ হ্রাস পেয়েছে।
মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আকস্মিক বাণিজ্যিক চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরির পরই সোনালী ধাতুর দাম কমা শুরু করে।
চুক্তির সম্ভাবনার মাধ্যমে চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ হওয়ার সম্ভাবনা এবং ভূরাজনৈতিক উত্তেজনা কমে যাওয়ার পর সোনার দামও কমে।
বৃদ্ধির আগে দাম কমার এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ধারণা করা হচ্ছে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ২৭০ ডলার থেকে ৩ হাজার ৪৪০ ডলারে নামতে পারে। যার অর্থ বর্তমান অবস্থা থেকে দাম ১৭ শতাংশ পর্যন্ত কমতে পারে।
তবে আগামী বছর দাম আবারও আকাশচুম্বি হতে পারে। বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান তাদের পূর্বাভাসে বলেছে ২০২৬ সালে সোনার দাম প্রতি আউন্স ৫ হাজার ৫৫ ডলারে পৌঁছাতে পারে। আর ২০২৮ সালে এ দাম ৮ হাজার ডলার স্পর্শ করার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে গোল্ডম্যান সাচ বলেছে ২০২৬ সালের শেষ দিক পর্যন্ত সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৯০০ ডলার হতে পারে।
বিশ্লেষকরা জানিয়েছেন, অ-ব্যাংক বিনিয়োগকারীদের বৈশ্বিক সম্পদের ২ দশমিক ৬ শতাংশ রয়েছে সোনায়। জেপি মর্গান পূর্বাভাস দিয়েছে ২০২৮ সালে এটি ৪ দশমিক ৬ শতাংশে উন্নীত হতে পারে। যা কয়েক বছরের মধ্যে সোনার দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। সূত্র: ইকোনোমিক টাইমস