মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:০০:১০

অবশেষে যেখানে আঘাত হানলো ঘূর্ণিঝড় মোন্থা

অবশেষে যেখানে আঘাত হানলো ঘূর্ণিঝড় মোন্থা

আন্তর্জাতিক ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোন্থা ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতের দিকে উপকূলে আছড়ে পড়ে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে ঘূর্ণিঝড়টি আগামী ৩ থেকে ৪ ঘণ্টা স্থলে তাণ্ডব চালাবে।

স্থানীয় সময় রাত ১১টায় এটি উপকূল অতিক্রম করবে বিধায় সেখানে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ঘূর্ণিঝড় আঘাত হানার ব্যাপারে দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, “সর্বশেষ পর্যবেক্ষণ নির্দেশ করছে ঘূর্ণিঝড় আঘাত হানার প্রক্রিয়া শুরু হয়েছে। যা আগামী ৩ থেকে ৪ ঘণ্টা অব্যাহত থাকবে।”

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, উপকূলে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির ঝড়ো বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

ঘূর্ণিঝড় মোন্থা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করে। সংস্থাটি জানায়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিমি-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে