আন্তর্জাতিক ডেস্ক : অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৮ প্রো সিরিজে আনছে এমন এক ক্যামেরা প্রযুক্তি, যা স্মার্টফোন ফটোগ্রাফিকে পেশাদার ডিএসএলআর ক্যামেরার সমমানে নিয়ে যাবে। এতে যুক্ত হবে একদম নতুন পরিবর্তনযোগ্য অ্যাপারচার লেন্স, যা ব্যবহারকারীদের আলো ও ফোকাস নিয়ন্ত্রণের সুযোগ দেবে।
ডিএসএলআর-এর মতো ক্যামেরা নিয়ন্ত্রণ আইফোনে
অ্যাপল আগামী বছর তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স-এ আনছে যুগান্তকারী পরিবর্তন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বাজারে আসতে পারে এই সিরিজ, যেখানে যুক্ত হবে নতুন পরিবর্তনযোগ্য (ভ্যারিয়েবল) অ্যাপারচার লেন্স প্রযুক্তি—যা এর আগে কোনো আইফোনে দেখা যায়নি।
পরিবর্তনযোগ্য অ্যাপারচার লেন্স কীভাবে কাজ করে
নতুন প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আইফোন ১৮ প্রো সিরিজের ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরায় থাকবে পরিবর্তনযোগ্য অ্যাপারচার লেন্স। জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষক ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, এই লেন্স ব্যবহারকারীদের আলো নিয়ন্ত্রণের ক্ষমতা দেবে একদম ডিএসএলআর ক্যামেরার মতোই।
উজ্জ্বল আলোতে লেন্স কিছুটা সংকুচিত হয়ে অতিরিক্ত আলো ঢোকা রোধ করবে, আবার কম আলোয় এটি প্রশস্ত হয়ে বেশি আলো সংগ্রহ করবে। ফলে, রাতের বা কম আলোয় তোলা ছবিগুলো হবে আরও স্পষ্ট ও উজ্জ্বল।
ফোকাস নিয়ন্ত্রণও থাকবে হাতে
এই প্রযুক্তি ব্যবহারকারীদের ফোকাস গভীরতা নিয়ন্ত্রণের সুবিধাও দেবে। ফলে, তারা চাইলে পটভূমিকে ঝাপসা (ব্লার) করতে পারবেন অথবা মূল বিষয়টিকে আরও তীক্ষ্ণভাবে ফুটিয়ে তুলতে পারবেন—যা এতদিন কেবল ডিএসএলআর ক্যামেরাতেই সম্ভব ছিল।
এখন পর্যন্ত আইফোন ১৫ প্রো, ১৬ প্রো ও ১৭ প্রো মডেলগুলোতে ক্যামেরা অ্যাপারচার নির্দিষ্টভাবে f/1.78-এ স্থির ছিল। অর্থাৎ, আলো পরিবর্তিত হলেও লেন্সের খোলার পরিমাণ অপরিবর্তিত থাকত। কিন্তু নতুন আইফোন ১৮ প্রো সিরিজে ব্যবহারকারীরা আলোর অবস্থা অনুযায়ী লেন্সের অ্যাপারচার নিয়ন্ত্রণ করতে পারবেন, যা ছবির মান ও আলো ভারসাম্য অনেক উন্নত করবে।
আরও উন্নত ক্যামেরা প্রযুক্তি
প্রযুক্তি বিশেষজ্ঞ মিং-চি কুয়ো আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে ২০২৬ সালের আইফোন ১৮ প্রো মডেলে এই ফিচারটি আসতে পারে। যদিও আইফোন ১৭ সিরিজ নিয়েও এমন জল্পনা ছিল, তা বাস্তবায়িত হয়নি। এবার অ্যাপলের ক্যামেরা উন্নয়ন নীতির ধারাবাহিকতায় মনে করা হচ্ছে, ডিএসএলআর মানের ফটোগ্রাফির অভিজ্ঞতা আনতে এই আপগ্রেডই হবে সবচেয়ে বড় আকর্ষণ।
আরও আলো সংগ্রহে সক্ষম ক্যামেরা সেন্সর
অ্যাপল শুধুমাত্র পরিবর্তনযোগ্য অ্যাপারচার নয়, বরং টেলিফটো ও প্রধান (মেইন) ক্যামেরাতেও আরও প্রশস্ত অ্যাপারচার ব্যবহার করতে পারে। এতে আলো সংগ্রহের ক্ষমতা বৃদ্ধি পাবে, ফলে ছবির রঙের গভীরতা, কনট্রাস্ট ও বিশদ বিবরণ (ডিটেইল) আরও উন্নত হবে।
ফটোগ্রাফির জগতে নতুন অধ্যায়
অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো সিরিজ মূলত তাদের পেশাদার ব্যবহারকারীদের লক্ষ্য করেই তৈরি হচ্ছে—যারা ডিএসএলআর ছাড়াই উচ্চমানের ছবি তুলতে চান। পরিবর্তনযোগ্য অ্যাপারচার প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা পোর্ট্রেট, প্রাকৃতিক দৃশ্য (ল্যান্ডস্কেপ) ও লো-লাইট ফটোগ্রাফি-তে নতুন অভিজ্ঞতা পাবেন।
সব মিলিয়ে বলা যায়, আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স-এর আগমন স্মার্টফোন ফটোগ্রাফির জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। যদি সত্যিই অ্যাপল এই ডিএসএলআর-স্টাইল অ্যাপারচার নিয়ন্ত্রণ যুক্ত করে, তবে ২০২৬ সালের আইফোন উন্মোচন হবে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে আলোচিত ক্যামেরা আপগ্রেডগুলোর একটি।