আন্তর্জাতিক ডেস্ক : ধূমপান নিয়ে যুগান্তকারী আইন পাস করেছে মালদ্বীপ। দেশটিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তামাক নিষিদ্ধ করা হয়েছে, যা আজ থেকেই কার্যকর করা হয়েছে।
শনিবার (০১ নভেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মালদ্বীপ সরকার ১ নভেম্বর থেকে একটি যুগান্তকারী ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এর আওতায় ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর দেশটিতে তামাকজাত পণ্য কিনতে, ব্যবহার করতে বা বিক্রি করতে পারবে না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো ‘জনস্বাস্থ্য রক্ষা করা এবং একটি ধূমপানমুক্ত প্রজন্ম তৈরি করা।’
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর উদ্যোগে নেওয়া এই আইনে বলা হয়েছে, ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কোনো ব্যক্তিকে মালদ্বীপে তামাকজাত পণ্য বিক্রি, কেনা বা ব্যবহার করতে দেওয়া হবে না।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য এবং বিক্রেতাদের ক্রেতার বয়স যাচাই করার বাধ্যবাধকতা থাকবে। এছাড়াও, এই নিয়ম শুধু স্থানীয়দের জন্য নয়, মালদ্বীপ ভ্রমণকারী বিদেশি পর্যটকরাও এর আওতায় থাকবেন।
মালদ্বীপ সরকার আরও জানিয়েছে, দেশটিতে ই-সিগারেট এবং ভ্যাপিং পণ্যের আমদানি, বিক্রি, বিতরণ, মালিকানা ও ব্যবহার— সবকিছুই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি করলে ৫০ হাজার রুপিয়া (প্রায় চার লাখ টাকা) জরিমানা করা হবে, আর ভ্যাপিং ডিভাইস ব্যবহার করলে ৫,০০০ রুপিয়া (প্রায় ৪০ হাজার টাকা) জরিমানা গুনতে হবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যে একই ধরনের প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা এখনো সংসদীয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এছাড়া নিউজিল্যান্ড প্রথম এমন আইন প্রণয়ন করেছিল। কিন্তু ২০২৩ সালের নভেম্বরেই দেশটি এ আইন বাতিল করে দেয়।