সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ০৮:৪৮:০১

৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে

৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

 স্থানীয় সময় রোববার (২ নভেম্বর) গভীর রাতে ভূমিকম্পটি অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি খোলমের হিন্দু কুষ অঞ্চলের মাজার-ই-শরীফ শহরের কাছে। এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে সংঘটিত হয়।

ভূমিকম্প সময় অনেক মানুষ মাঝরাতে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। তবে, এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন দ্রুত জরুরি ফোন নম্বর চালু করেছে।

এর আগে, চলতি বছরের ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার একটি ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। যা আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল।

 ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে দেড় হাজার মানুষ নিহত ও ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। তাই দেশটিতে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়। বিশেষ করে হিন্দুক কুষের পাহাড়ি এলাকায়। সেখানে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। সূত্র: আল-জাজিরা, এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে