সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:৩০:৪২

এবার নতুন এক ধরনের ভিসা চালু করছে ইউরোপের যে দেশ

এবার নতুন এক ধরনের ভিসা চালু করছে ইউরোপের যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষ বিদেশি নাগরিকদের জন্য নতুন এক ধরনের ভিসা চালু করতে যাচ্ছে ইউরোপের দেশ পর্তুগাল। ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ নামে এই নতুন কর্মসংস্থান ভিসা আগের ‘ওয়ার্ক সিকিং ভিসা’ বা চাকরি অনুসন্ধান ভিসার পরিবর্তে চালু হবে।

দ্য পর্তুগাল নিউজের বরাতে শুক্রবার (৩১ অক্টোবর) ইকোনমিক টাইমস জানায়, নতুন এই ভিসা চালুর উদ্যোগটি পর্তুগালে কাজের সুযোগ পেতে আগ্রহী দক্ষ বিদেশি নাগরিকদের জন্য বড় একটি সম্ভাবনা তৈরি করবে।

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ২৩ অক্টোবর থেকে পুরনো ‘ওয়ার্ক সিকিং ভিসা’র সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে দেশটির কনস্যুলার অফিস এবং ভিএফএস গ্লোবাল ও বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলো পুরাতন ক্যাটাগরির কোনো আবেদন আর গ্রহণ করবে না।

মন্ত্রণালয় আরও জানায়, নতুন ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ চালুর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে ভিসাটি কার্যকর হবে বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন অনুযায়ী বিধি-নিষেধ ও নিয়মাবলি চূড়ান্ত হওয়ার পর।

পর্তুগালের এই নতুন পদক্ষেপ ইউরোপে দক্ষ কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
দ্য পর্তুগাল নিউজ আরও জানিয়েছে, নতুন এই নীতিগত পরিবর্তন ২২ অক্টোবর ২০২৫ তারিখে পর্তুগালের সরকারি গেজেটে প্রকাশ হওয়া দেশটির নতুন আইন ৬১/২০২৫ অনুযায়ী কার্যকর হচ্ছে।

নতুন ব্যবস্থায় পেশাগত যোগ্যতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে দেশটির সরকার।

এদিকে পর্তুগালের সব কনস্যুলেট ও অংশীদার প্রতিষ্ঠান বর্তমানে ওয়ার্ক সিকিং ভিসাসংক্রান্ত সেবা স্থগিত রেখেছে। নতুন ভিসার আবেদন শুরুর তারিখ ও যোগ্যতার মানদণ্ডসংক্রান্ত বিস্তারিত তথ্য পর্তুগাল সরকারের পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে