আন্তর্জাতিক ডেস্ক : মদিনার মসজিদে নববীর ছাদের নামাজের স্থানে নতুন ছাউনি ব্যবস্থা স্থাপন সম্পন্ন হয়েছে, যাতে গরমের সময় নামাজরত মুসল্লিদের আরাম নিশ্চিত করা যায়।
নবীজির মসজিদের সাধারণ কার্যক্রম বিষয়ক দপ্তর (The General Presidency for the Affairs of the Prophet’s Mosque) ছাদের নামাজের স্থানে আধুনিক ছাউনি স্থাপনের কাজ সম্পন্ন করেছে।
এই উদ্যোগের লক্ষ্য হলো দিনের বেলা, বিশেষ করে গ্রীষ্মকালে, অতিরিক্ত তাপমাত্রার সময় মুসল্লিদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করা। নতুন এই ছাউনিগুলো এমন বিশেষ কাপড় দিয়ে তৈরি, যা সূর্যের তাপ শোষণ কমায় এবং ছাদের বিশাল এলাকাজুড়ে বাতাস চলাচল স্বাভাবিক রাখে।
এই ছাউনি থাকার ফলে মুসল্লিরা এখন দিনের সবচেয়ে গরম সময়েও ছায়াযুক্ত স্থানে নামাজ আদায় করতে পারবেন। বিশেষ করে শুক্রবারের জামায়াতে (জুমা নামাজে) যখন ছাদের এলাকা ভরে যায়, তখন এটি অনেক উপকারী হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
মসজিদ কর্তৃপক্ষ দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে উন্নত কুলিং সিস্টেম, প্রসারিত নামাজের স্থান, এবং প্রতিবন্ধী-বান্ধব সুবিধা বৃদ্ধি। এই নতুন ছাউনি প্রকল্পটি মসজিদে নববীতে মুসল্লিদের আরাম ও সুবিধা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার সর্বশেষ সংযোজন, যেখানে প্রতি বছর লাখো ভক্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আগমন করেন।