আন্তর্জাতিক ডেস্ক : সিলিকন ভ্যালিভিত্তিক টেক জায়ান্ট মেটা নিয়মিতভাবে তাদের প্ল্যাটফরমগুলোতে নতুন ফিচার যুক্ত করছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো উন্নত করতে হোয়াটসঅ্যাপও একের পর এক নতুনত্ব আনছে। এরই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যুক্ত হচ্ছে। ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও কভার ফটো দেওয়ার সুবিধা আনা হচ্ছে।
এতদিন কেবল হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকান্ট ব্যবহারকারীরাই প্রোফাইলে কভার ফটো সেট করার সুবিধা ভোগ করতেন। এবার সাধারণ ব্যবহারকারীরাও সেই সুযোগ পাবেন।
নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে পরীক্ষাধীন এই ফিচারটিতে ব্যবহারকারীদের প্রোফাইল সেটিংস থেকে কভার ফটো নির্বাচন করার সুযোগ পাওয়া যাবে। এতে প্রোফাইল আরো বেশি আকর্ষণীয় ও ব্যক্তিগতভাবে সাজানো সম্ভব হবে।
এ ছাড়া, ফিচারটির সঙ্গে যুক্ত হচ্ছে নতুন গোপনীয়তা নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর ফলে ব্যবহারকারীরা তাদের কভার ফটো কে দেখতে পারবে তা নির্ধারণ করতে পারবেন। এই প্রাইভেসি সেটিংস প্রোফাইল ছবি ও স্ট্যাটাসের গোপনীয়তা নিয়ন্ত্রণের মতোই কাজ করবে। এ জন্য থাকবে তিনটি বিকল্প ব্যবস্থা।
Everyone: কভার ফটো সবার জন্য উন্মুক্ত থাকবে, এমনকি যারা কনট্যাক্টে নেই তারাও কভার ফটো দেখতে পারবে। My Contacts: শুধুমাত্র সংরক্ষিত কন্টাক্টলিস্টের ব্যক্তিরা দেখতে পারবেন। Nobody: কভার ফটো কেউ দেখতে পারবে না।
হোয়াটসঅ্যাপ জানায়, বর্তমানে ফিচারটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিটা সংস্করণে চালু করা হবে।