বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ১০:৩৯:১৯

সৌদিতে কয়েকজন বাংলাদেশি গ্রেফতার হওয়ার পর যে সতর্কতা জারি করেছে দূতাবাস

সৌদিতে কয়েকজন বাংলাদেশি গ্রেফতার হওয়ার পর যে সতর্কতা জারি করেছে দূতাবাস

এমটিনিউজ২৪ ডেস্ক : সৌদি আরবে অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি অননুমোদিত কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে কয়েকজন বাংলাদেশি গ্রেফতার হওয়ার পর এ সতর্কতা জারি করেছে দূতাবাস।

বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়া ইভেন্ট আয়োজন, হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসায় সমাবেশ করা এবং সংগঠনের নামে ব্যানার ব্যবহার করে অনুষ্ঠান করার অভিযোগ পাওয়া গেছে। এসব কার্যক্রম সৌদি আরবের আইনবিরুদ্ধ হওয়ায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে যেকোনো সভা-সমাবেশ আয়োজন বা অংশগ্রহণের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। আইন লঙ্ঘনকারীদের শাস্তির মুখে পড়তে হতে পারে।

তাই, প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে—কোনো অননুমোদিত কার্যক্রমে অংশ না নিতে এবং সৌদি আরবের আইন-কানুন কঠোরভাবে মেনে চলতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে