শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ০৯:০৭:১৩

মার্কিন বিমানঘাঁটিতে সন্দেহজনক পার্সেল, অনেকে অসুস্থ

মার্কিন বিমানঘাঁটিতে সন্দেহজনক পার্সেল, অনেকে অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে সন্দেহজনক পার্সেল আসে। সেটি খুলে দেখা যায়, সাদা গুঁড়ো পদার্থ। সেসব কী বোঝার চেষ্টা করছিলেন কর্মকর্তারা। এরই মধ্যে একে একে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

শুক্রবার (৭ নভেম্বর) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে মেরিল্যান্ড অঙ্গরাজ্যে ওই বিমানঘাঁটিতে প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান এবং রাষ্ট্রীয় বিমানগুলো রাখা হয়। সাধারণত এখান থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাত্রা করেন। ফলে ঘাঁটিটি গুরুত্বপূর্ণ এবং কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকে।

জয়েন্ট বেস অ্যান্ড্রুজের (জেবিএ) মুখপাত্র জানান, যে ভবনে পার্সেলটি খোলা হয়েছিল, সেটি সঙ্গে সঙ্গে খালি করা হয়। অসুস্থ ব্যক্তিদের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা প্রকৃত কারণ অনুসন্ধান করছেন।

কর্তৃপক্ষ জানায়, এলাকাটিকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কাউকে ওই ভবন ও পাশের ভবনে যেতে দেওয়া হচ্ছে না। বর্তমানে ওই সাদা পদার্থ হুমকি বলে বিবেচিত নয়। কিন্তু কেন এমনটি হলো তা তদন্তে উচ্চ পর্যায়ের দল কাজ করছে।

দুটি সূত্র জানিয়েছে, তদন্তকারীরা প্যাকেজে অন্তর্ভুক্ত রাজনৈতিক প্রচারণার বিষয়টিও মূল্যায়ন করছেন। তবে সেটি আসলে কী তা গণমাধ্যমকে জানানো হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে