শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ০১:২৩:৪৪

শাটডাউনে হাজারো ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রে

শাটডাউনে হাজারো ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক : কেন্দ্রীয় সরকার আংশিক শাটডাউনের (অচলাবস্থা) মুখে পড়ায় যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। শুক্রবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২ হাজার ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

এদিন সকালে যুক্তরাষ্ট্রজুড়ে ৪০ টি বিমানবন্দরে ৮ শতাধিক বেশি ফ্লাইট বাতিল হওয়ার কথা জানিয়েছিল ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার।

এই সিদ্ধান্ত শুধু অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণকারীরা অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তির কথা জানানোয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মী—যাদের মধ্যে বিমান নিয়ন্ত্রণকারী থেকে শুরু করে পার্ক রেঞ্জার পর্যন্ত রয়েছেন—বেতন ছাড়াই কাজ করছেন অথবা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন, কারণ মার্কিন কংগ্রেস এখনো বাজেট অনুমোদন করেনি।

স্কাইওয়েট এয়ারলাইন্স বাতিল করে ১৭০ টির বেশি ফ্লাইট। সাউথওয়েস্ট এয়ারলাইন্স প্রায় ১২০ টি এবং ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করে ৬৪ টি ফ্লাইট। আর যুক্তরাষ্ট্রে ভেতরে এবং বাইরে শুক্রবার দেরি হওয়া ফ্লাইটের সংখ্যা ১,২৩৮। একসঙ্গে বাতিল হয় আরও ৮২৪ টি ফ্লাইট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে