রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ০৭:১১:৫১

ধুলোয় মিশে গেছে ৫৭টি বাড়ি, শহরজুড়ে নেমে এসেছে চরম বিপর্যয়, নিহত ৫

ধুলোয় মিশে গেছে ৫৭টি বাড়ি, শহরজুড়ে নেমে এসেছে চরম বিপর্যয়, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে ভিয়েতনামে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং শহরজুড়ে নেমে এসেছে চরম বিপর্যয়। বাতাসের গতিবেগ এতটাই শক্তিশালী ছিল যে, সাধারণ ঘরের চাল থেকে শুরু করে কাচে ঘেরা জানালাও ভেঙে পড়েছে।

এই ঝড়টি ভিয়েতনামে আঘাত হানা ঝড়গুলোর মধ্যে শক্তিমত্তার দিক থেকে রেকর্ড গড়েছে। এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৯ কিলোমিটার। ঝড়ের তাণ্ডবে ৫৭টি বাড়ি ধুলোয় মিশে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২ হাজার ৬০০টি স্থাপনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাতাসের ঝাপটায় রাস্তায় বাইক ফেলে নিরাপদ আশ্রয়ে ছোটা একজন ব্যক্তিও আছড়ে পড়েন।

এর আগে ঘূর্ণিঝড় কালমায়েগি ফিলিপাইনে নারকীয় তাণ্ডব চালিয়েছিল, যার আঘাতে দেশটিতে ১৮৮ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় সাড়ে চার লাখ মানুষ গৃহহীন হয়েছে।

বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, উষ্ণ জলবায়ুর প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই অঞ্চলে শক্তিশালী ঝড়ের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে