রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ০৭:১৭:০৮

১৮ বছর বয়সী তরুণদের জন্য দারুণ এক উদ্যোগ

১৮ বছর বয়সী তরুণদের জন্য দারুণ এক উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের শেনজেন চুক্তির ৪০ বছর পূর্তি উপলক্ষে ১৮ বছর বয়সী তরুণদের জন্য দারুণ এক উদ্যোগ ডিসকভার ইউ ঘোষণা করেছে কমিশন। এই প্রোগ্রামের আওতায় ৪০ হাজার ফ্রি ট্রাভেল পাস দেওয়া হচ্ছে। তবে এই আকর্ষণীয় অফারে বাংলাদেশি তরুণদের আবেদন করার সুযোগ নেই—মূলত ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং ইরাসমাস+ সংশ্লিষ্ট দেশগুলোর জন্যই এই দরজা খোলা।

 ইউরোপীয় কমিশনের এই উদ্যোগটি মূলত ইউরোপীয় মূল্যবোধ এবং মহাদেশ জুড়ে ভ্রমণের স্বাধীনতা উদযাপনের একটি অংশ। এই শীতে প্রোগ্রামের নতুন পর্যায় শুরু হয়েছে, যেখানে ৪০ হাজার ট্রাভেল পাস দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?

আবেদনকারীকে অবশ্যই ২৭টি ইইউ সদস্য রাষ্ট্রের যেকোনো একটিতে অথবা আইসল্যান্ড, লিচেনস্টাইন, উত্তর ম্যাসেডোনিয়া, নরওয়ে, সার্বিয়া বা তুরস্কের মতো ইরাসমাস+ সংশ্লিষ্ট দেশে বসবাস করতে হবে।

বর্তমান রাউন্ডে আবেদন করার যোগ্যতা হিসেবে আবেদনকারীর জন্ম ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ সালের মধ্যে ১৮ বছর পূর্ণ হতে হবে। যেহেতু বাংলাদেশ এই শর্তের আওতাভুক্ত কোনো দেশ নয়, তাই বাংলাদেশি পাসপোর্টধারী বা বাসিন্দা তরুণ-তরুণীরা সরাসরি এই ফ্রি ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারবেন না।

কীভাবে নির্বাচন করা হয়?

আবেদনকারীদের একটি অনলাইন ফর্ম পূরণ করার পর ইউরোপীয় ইউনিয়নের ইতিহাস, সংস্কৃতি ও টেকসই লক্ষ্য সম্পর্কিত ছয়টি প্রশ্নের একটি কুইজের উত্তর দিতে হয়। নির্বাচিত বিজয়ীরা ১ মার্চ, ২০২৬ থেকে শুরু করে ৩১ মে, ২০২৭ পর্যন্ত ১ থেকে ৩০ দিনের জন্য বিনামূল্যে ইউরোপের ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে