আন্তর্জাতিক ডেস্ক : প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে জোরান মামদানির নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মেয়র পদে জয়ের তিন দিন পর বর্ণবাদী মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিল। অ্যালাবামার সিনেটর টিউবারভিল মন্তব্য করেছেন, নিউইয়র্ক সিটি ২০২৯ সালের মধ্যে ইসলামি ভূখণ্ডে পরিণত হবে।
স্টিভ ব্যাননের ‘ওয়ার রুম’ নামের পডকাস্টে রিপাবলিকান আইনপ্রণেতা টিউবারভিল, যিনি অ্যালাবামার পরবর্তী গভর্নর হওয়ার আশা করছেন, তিনি বলেন- নিউইয়র্কে কী ঘটল, তা মাত্র দেখলাম আমরা। আমরা নিউইয়র্ককে হারিয়েছি। তিন থেকে চার বছরের মধ্যে এটি সম্পূর্ণ মুসলিম হয়ে যাবে। তারা এটাই চায়।
মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সহজে হারিয়ে মেয়র পদে জয়ী হন। তার এই জয়ে বড় ভূমিকা রেখেছে নগরকে সাশ্রয়ী করার প্রতিশ্রুতি।
এনওয়াই ডেইলি নিউজ জানিয়েছে, সিনেটর টিউবারভিল দৃশ্যত মনে করছেন, ৯ শতাংশের মতো মুসলিমের সিটি নিউইয়র্কে মুসলিমদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেওয়া হবে। ৭১ বছর বয়সী রক্ষণশীল এ রাজনীতিক আরও বলেন, তারা (মুসলিমরা) সেখানে তাদের জন্য সবকিছু বিনা মূল্যে পেতে যাচ্ছে এবং তারা দেশজুড়ে ছড়িয়ে পড়তে যাচ্ছে।
সিনেটর হিসেবে টিউবারভিলের অভিষেক হয় ২০২১ সালে। অবার্ন ইউনিভার্সিটি ফুটবল টিমের কোচিং করে তিনি অ্যালাবামায় ব্যাপক পরিচিতি পান।