সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ০১:২৪:৩৩

মামদানির জয়ে নিউইয়র্ক পুলিশের পদত্যাগের হিড়িক

মামদানির জয়ে নিউইয়র্ক পুলিশের পদত্যাগের হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ার ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে নিউ ইয়র্ক সিটির সাধারণ নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছেন জোরান মামদানি। আগামী ১ জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা। তবে তার দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগের হিড়িক পড়েছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি)।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়।

এতে বলা হয়, সোশ্যালিস্ট জোরান মামদানির নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের আগে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে পড়ছে। অনেক কর্মকর্তা বাহিনী ছেড়ে যাচ্ছেন।

পুলিশ পেনশন তহবিলের তথ্য অনুযায়ী, এনওয়াইপিডি-তে অক্টোবর মাসে পদত্যাগের হার ৩৫ শতাংশ বেড়েছে। গত বছরের একই মাসে ১৮১ জন অফিসার পদত্যাগ করেছিলেন, তবে এবার সংখ্যা বেড়ে ২৪৫ জনে দাঁড়িয়েছে।

গোয়েন্দা এনডাউমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি স্কট মুনরোর মতে, ‘মামদানি যে নীতিমালা প্রণয়ন করতে চান তা নিয়ে সবাই উদ্বিগ্ন। এমন একজন মানুষ আমাদের শহর পরিচালনা করতে যাচ্ছে, যিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি বিশ্বাসী নন।’

পিবিএ সভাপতি প্যাট্রিক হেন্ড্রি বলেন, ‘প্রতি মাসে আমরা একটি পুরো প্রিসিঙ্কট চালানোর মতো পুলিশ হারাচ্ছি। আমাদের শহরের নেতারা যদি কাজের চাপ, মেয়াদোত্তীর্ণ চুক্তি এবং অনিশ্চয়তার মতো সমস্যাগুলো সমাধানে আমাদের সঙ্গে কাজ না করেন, তবে পরিস্থিতি আরও খারাপ হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে