নতুন মডেলের আইফোন এসেছে বাজারে। তবে এখনো অনেকেই দামের কারণে একটি আইফোন নিজের করতে পারেননি। আইফোন ১৭ বাজারে আসার পর আগের মডেলেরও কিছুটা দাম কমেছে। তবে যারা আইফোন কিনতে পারছেন না তারা কিছু অ্যান্ড্রয়েড কিনতে পারেন। যে ফোনগুলো আইফোনের চেয়েও ভালো পারফর্ম্যান্স দেয় এবং দামেও সস্তা।
আসুন এমন কয়েকটি ফোনের সম্পর্কে জেনে নেওয়া যাক-
ওয়ান প্লাস ১৩
ওয়ান প্লাস ১৩ হলো ফ্ল্যাগশিপ লেভেলের একটি শক্তিশালী স্মার্টফোন যেখানে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, বড় ৬.৮২ ইঞ্চির কিউএইচডি+ ডিসপ্লে, ১২/১৬জিবি র্যাম এবং ২৫৬জিবি থেকে ১টিবি পর্যন্ত স্টোরেজ অপশন। পারফরম্যান্স, গেমিং এবং মাল্টিটাস্কিং সব ক্ষেত্রেই এই ফোন খুব দ্রুত গতিতে কাজ করে। ক্যামেরা সেটআপও উন্নত, যার কারণে ফটোগ্রাফি ও ভিডিও কোয়ালিটিতেও ভালো রেজাল্ট পাওয়া যায়। বাংলাদেশে এখনো অফিসিয়ালভাবে পাওয়া না গেলেও আনুমানিক আনঅফিশিয়াল বাজারে এর দাম প্রায় ৮৮ হাজার টাকা থেকে শুরু হতে পারে।
গুগল পিক্সেল ১০
গুগল পিক্সেল ১০ মূলত সফটওয়্যার ও ক্যামেরা পারফরম্যান্সের জন্য সবচেয়ে আলোচিত। ফোনটিতে গুগল বানানো টেন্সর জি৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে, সঙ্গে রয়েছে ১২জিবি র্যাম এবং ১২৮জিবি/২৫৬জিবি স্টোরেজ। স্টক অ্যান্ড্রয়েডের কারণে এর ইউআই খুবই পরিষ্কার ও স্মুথ, আর গুগলের নিয়মিত সফটওয়্যার আপডেট সুবিধাও রয়েছে। ক্যামেরা সেগমেন্টে পিক্সেল সিরিজ সবসময়ই সেরা হিসেবে পরিচিত, তাই কম আলোতেও ছবির মান খুব ভালো পাওয়া যায়। বাংলাদেশে আনঅফিশিয়ালি এই ফোনের দাম প্রায় ৮৪ হাজার টাকা থেকে শুরু হতে পারে। এর প্রধান আকর্ষণ টেন্সর জি৫ প্রসেসর এবং তার এআই ক্যামেরা। যারা সেরা ফটোগ্রাফি চান, তাদের জন্য এই ফোন।
স্যামসাং গ্যালাক্সি এস২৫
স্যামসাং গ্যালাক্সি এস২৫ হলো কমপ্যাক্ট সাইজের নতুন ফ্ল্যাগশিপ, যেখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট বা সমমানের শক্তিশালী প্রসেসর, ১২জিবি র্যাম এবং ১২৮/২৫৬/৫১২জিবি স্টোরেজ। ৬.২ ইঞ্চির ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরা সব দিক থেকে এটি প্রিমিয়াম অভিজ্ঞতা দেয়। স্যামসাং-এর দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট থাকায় ফোনটি ভবিষ্যতেও নিরাপদ ও আপডেটেড থাকবে। বাংলাদেশে আনঅফিশিয়াল বাজারে এর আনুমানিক দাম ৭৫ হাজার টাকা থেকে শুরু হতে পারে।