আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে প্রযুক্তি ও নকশার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত অ্যাপল এবার বাজারে এনেছে এক ব্যতিক্রমী পণ্য ‘আইফোন পকেট’। দেখতে অনেকটা মোজার মতো এই নতুন গ্যাজেট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
জাপানের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ইসি মিয়াকের সঙ্গে যৌথভাবে তৈরি এই ‘আইফোন পকেট’ মূলত কাপড়ে বোনা একটি স্ট্র্যাপ বা ফিতা-ধরনের কভার, যাতে রাখা যাবে আইফোন, এয়ারপড বা ছোট প্রয়োজনীয় জিনিস।
অ্যাপল জানিয়েছে, অতিরিক্ত পকেট তৈরির ধারণা থেকেই এই পণ্যের জন্ম। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট অব ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন মলি অ্যান্ডারসন বলেন, অ্যাপল ও ইসি মিয়াকে কারুশিল্প ও আধুনিকতার সমন্বয়ে নতুন নকশা তৈরি করেছে। এটি আমাদের পণ্যের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যায় এবং ব্যবহারকারীদের জন্য এক নতুন ও স্টাইলিশ অভিজ্ঞতা এনে দেবে।
শুক্রবার (১৪ নভেম্বর) থেকেই বাজারে আসছে এই ‘আইফোন পকেট’। পাওয়া যাবে বিভিন্ন রঙে ও আকারে। তবে দাম শুনে চমকে গেছেন অনেকেই ছোট সংস্করণের দাম ১৪৯.৯৫ ডলার, আর বড় সংস্করণের দাম ২২৯.৯৫ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২৮ হাজার)।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া। এক্স (পূর্বে টুইটার)-এ একজন লিখেছেন, একখানা কাটা মোজার দাম ২৩০ ডলার! অ্যাপলের নাম থাকলেই মানুষ টাকা দিতে রাজি।
আরেকজন মজা করে পণ্যের ছবির সঙ্গে অভিনেতা সাচা ব্যারন কোহেনের ‘বোরাট’ চরিত্রের নিয়ন-সবুজ পোশাকের ছবি মিলিয়ে লিখেছেন, একই রকম ভাইব!
তবে সবাই বিষয়টিকে হাস্যরসের চোখে দেখছেন না। প্রযুক্তি বিশ্লেষক এমজি সিগলার তার স্পাইগ্লাস নিউজলেটারে লিখেছেন, এটি ‘অবিশ্বাস্য দামি মোজা’ হলেও এর ভাবনাটা গুরুত্বপূর্ণ। ইসি মিয়াকে ছিলেন স্টিভ জবসের প্রিয় ডিজাইনারদের একজন। এই পণ্য আসলে আইফোনকে ধীরে ধীরে পরিধানযোগ্য ডিভাইসে রূপান্তরিত করার চলমান প্রবণতার অংশ।
তিনি আরও উল্লেখ করেন, আগে যেখানে দৌড়বিদেরা হাতে ব্যান্ড বেঁধে ফোন রাখতেন, এখন অনেকেই আইফোন ক্রসবডি স্ট্র্যাপ ব্যবহার করেন যার দাম ছিল ৫৯ ডলার। ‘আইফোন পকেট’ সেই ধারারই পরবর্তী পদক্ষেপ, যা আপনার পোশাকে রঙ ও স্টাইল যোগ করবে।
অ্যাপলের এই নতুন উদ্যোগ নিয়ে একদিকে যেমন ট্রল চলছে, অন্যদিকে অনেকেই বলছেন এটাই অ্যাপলের শক্তি: সাধারণ জিনিসকেও ফ্যাশন ও প্রযুক্তির প্রতীকে পরিণত করা।