আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ১৭ হাজার অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে প্রশাসন। সাম্প্রতিক এক অডিটে দেখা গেছে, এসব লাইসেন্সের বড় অংশ এমন ব্যক্তিদের দেয়া হয়েছিল, যাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতি রাখে না।
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা অবৈধভাবে এসব লাইসেন্স “বিপজ্জনক বিদেশি চালকদের” হাতে তুলে দিয়েছিলেন। লাইসেন্সধারীদের ৬০ দিনের মধ্যে মেয়াদ শেষ হয়ে যাবে বলেও জানানো হয়েছে।
এর আগে গত আগস্টে ফ্লোরিডায় এক ট্রাকচালক তিনজনকে হত্যা করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মার্কিন প্রশাসন জানায়, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে বৈধভাবে ছিলেন না। এরপর থেকেই ট্রাম্প প্রশাসন বাণিজ্যিক ট্রাক ও বাস চালনার ক্ষেত্রে অবৈধ অভিবাসীদের ওপর কঠোর নজরদারি বাড়িয়েছে।
তবে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। পরিবহন সচিব শন ডাফি বলেছেন, এটি শুধু “হিমশৈলের চূড়ামাত্র”, এবং তারা নিশ্চিত হতে চান যে কোনো অবৈধ অভিবাসী যেন সেমি-ট্রাক বা স্কুল বাসের চালকের আসনে না থাকে।
তবে নিউসমের কার্যালয় জানিয়েছে, যাদের লাইসেন্স বাতিল করা হচ্ছে, তাদের সবারই ফেডারেল সরকারের বৈধ কর্ম-অনুমতি ছিল। প্রতিবেদনে বলা হয়, লাইসেন্সগুলোর মেয়াদ শেষ হওয়ার তারিখ ভুল ছিল, যা ক্যালিফোর্নিয়ার সেই আইন লঙ্ঘন করে যেখানে বলা আছে—লাইসেন্সের মেয়াদ ব্যক্তির যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের সময়সীমা অতিক্রম করতে পারবে না।
নিউসমের মুখপাত্র ব্র্যান্ডন রিচার্ডস এটিকে “সহজেই প্রমাণযোগ্য মিথ্যাচার” বলে উল্লেখ করে ডাফিকে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন। এদিকে, ফ্লোরিডার দুর্ঘটনার এক মাস পর ডাফি অভিবাসীদের জন্য বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পাওয়া আরও কঠিন করে নতুন নিয়ম ঘোষণা করেন। নতুন বিধান অনুযায়ী, আবেদনকারীর অভিবাসন-অবস্থা যাচাই বাধ্যতামূলক এবং লাইসেন্স সর্বোচ্চ এক বছরের জন্য বৈধ থাকবে।
পরিবহন বিভাগের হিসাব অনুযায়ী, বর্তমান “নন-ডোমিসাইলড” চালকদের ৯৭ শতাংশ অর্থাৎ প্রায় ১ লাখ ৯৪ হাজার ব্যক্তি আগামী কয়েক বছরে মালবাহী পরিবহন খাত থেকে বেরিয়ে যেতে পারে। যদিও যুক্তরাষ্ট্রে মোট বাণিজ্যিক চালকের সংখ্যা ৩৮ লাখ, তাই বিভাগটির মতে অর্থনৈতিক প্রভাব সীমিতই থাকবে।
নতুন নিয়মের বিরুদ্ধে এক ট্রাকচালকের মামলা বিচারাধীন থাকায় ফেডারেল আপিল আদালত এ বিধান আপাতত স্থগিত করেছে। নিউসম প্রশাসন বলছে, ১৭ হাজার লাইসেন্স ইস্যুর সময় এসব নতুন নিয়ম কার্যকর ছিল না। সূত্র: বিবিসি