আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। বুধবার (১৯ নভেম্বর) সকালে চেস্ক বুদেজোভিস শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে ট্রেনে কর্মস্থলে যাওয়া যাত্রীদের ভিড় ছিল। ঠিক তখনই একটি এক্সপ্রেস ট্রেন ও একটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়।
চেস্ক বুদেজোভিস হাসপাতালের মুখপাত্র ইভা নোভাকোভা জানিয়েছেন, পাঁচজন গুরুতর আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জরুরি বিভাগ দুজন গুরুতর এবং ৪২ জন হালকা আহত হওয়ার তথ্য দিলেও পরে তা হালনাগাদ করা হয়। দুর্ঘটনার পরপরই ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে বিকল্প বাস সেবার ব্যবস্থা করা হয়। ৭টি উদ্ধারকারী দল এবং একটি হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যুক্ত হয়।
দুটি ট্রেনের সংঘর্ষের কারণ অনুসন্ধানে রেল কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত শুরু করেছেন। রেলওয়ে ইনস্পেকশনের মহাপরিদর্শক জান কুচেরা জানান, চারজন তদন্তকারী খতিয়ে দেখছেন—দুর্ঘটনাটি মানবিক ভুল, প্রযুক্তিগত ত্রুটি নাকি কোনো বড় ব্যবস্থাগত সমস্যার কারণে ঘটেছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত এক ট্রেনচালক নিষেধাজ্ঞামূলক সংকেত অমান্য করেছিলেন। উভয় ট্রেনই কয়েকশ মিটার দূর থেকে একে অন্যকে দেখতে পেলেও তখন আর নিয়ন্ত্রণ করে থামানো সম্ভব হয়নি। কুচেরা আরও জানান, ঘটনার সময় এক তদন্ত কর্মকর্তা নিজেই ওই ট্রেনে করে কর্মস্থলে যাচ্ছিলেন এবং দুর্ঘটনার পরপরই তিনি উদ্ধার কাজে যুক্ত হন।
সাম্প্রতিক দিনগুলোতে মধ্য ইউরোপে রেল দুর্ঘটনা বাড়তে দেখা যাচ্ছে। গত রোববার সন্ধ্যায় প্রতিবেশী স্লোভাকিয়ায় ট্রেন দুর্ঘটনায় ১৩ জন হাসপাতালে ভর্তি হন। এটি এই অঞ্চলে এক মাসের মধ্যে দ্বিতীয় বড় দুর্ঘটনা ছিল। এর আগে গত ১৩ অক্টোবর পূর্ব স্লোভাকিয়ায় দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে বহু যাত্রী আহত হয়।