আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এয়ার শোতে কসরত দেখানোর সময় ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিমানটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে। খবর ডনের।
ভারতের হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড-এর তৈরি এক আসনের হালকা এই যুদ্ধবিমানটি নিয়ে প্রদর্শনীতে কসরত দেখাচ্ছিলেন ভারতীয় পাইলট। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রদর্শনী চলাকালীন হঠাৎ করেই বিমানটি প্রচণ্ড বেগে মাটির দিকে নেমে আসে এবং আছড়ে পড়ে পুরো বিমানটিতে আগুন ধরে যায়।
বিধ্বস্ত হওয়ার আগে বিমানের পাইলট বের হয়ে যেতে পেরেছিলেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনী এ ব্যাপারে আনুষ্ঠানিক তথ্য জানাবে।
উল্লেখ্য, তেজস হলো একটি ৪ দশমিক ৫-প্রজন্মের মাল্টি-রোল কমব্যাট বিমান। এটিকে এর শ্রেণির মধ্যে সবচেয়ে হালকা এবং ছোট যুদ্ধবিমানগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়। বিমানটি বিমান প্রতিরক্ষা, আক্রমণাত্মক আকাশ সহায়তা এবং নিকটবর্তী যুদ্ধ অভিযানের জন্য তৈরি করা হয়েছে।