শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:০২:৫১

স্মার্টফোন নিয়ে ১০টি প্রচলিত ভুল ধারণা এবং এর প্রকৃত সত্য

স্মার্টফোন নিয়ে ১০টি প্রচলিত ভুল ধারণা এবং এর প্রকৃত সত্য

স্মার্টফোন এখন আমাদের জীবনের অপরিহার্য অংশ। তবে এই প্রযুক্তি নিয়ে অনেকের মধ্যেই কিছু ভুল ধারণা রয়েছে, যা সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়ে উঠেছে। বর্তমান বিশ্বে ৫৪% মানুষ স্মার্টফোন ব্যবহার করেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই কিছু সাধারণ ভুল বিশ্বাস করেন। চলুন জেনে নিই স্মার্টফোন নিয়ে ১০টি প্রচলিত ভুল ধারণা এবং এর প্রকৃত সত্য।

১. ফোন আপডেট করলে ক্যামেরার মান খারাপ হয়ে যায়
অনেকের ধারণা, নতুন মডেলের ফোন এলে কোম্পানিগুলো সফটওয়্যার আপডেটের মাধ্যমে পুরনো মডেলের ক্যামেরার মান কমিয়ে দেয়। তবে বাস্তবে, ক্যামেরার গুণগত মান সময়ের সঙ্গে স্বাভাবিকভাবেই কমতে পারে। কারণ স্মার্টফোনের ক্যামেরা লেন্স সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি, যা দীর্ঘদিন ব্যবহারে আলো, তাপ ও পরিবেশগত কারণে প্রভাবিত হয়। তাই ক্যামেরার মান খারাপ হওয়ার কারণ সফটওয়্যার আপডেট নয়, বরং দীর্ঘ ব্যবহারের ফলে স্বাভাবিক ক্ষয়প্রাপ্তি।

২. সারা রাত ফোন চার্জে রাখলে ব্যাটারি নষ্ট হয়ে যায়
আগে এটি সত্য ছিল, তবে এখনকার স্মার্টফোনগুলো উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে। চার্জ সম্পূর্ণ হয়ে গেলে ফোন নিজেই চার্জ নেওয়া বন্ধ করে দেয়, ফলে ব্যাটারির কোনো ক্ষতি হয় না। তাই রাতে চার্জে রেখে ঘুমিয়ে পড়লেও সমস্যা নেই।

৩. ওয়াইফাই এবং ব্লুটুথ চালু রাখলে ব্যাটারি দ্রুত শেষ হয়
বর্তমান স্মার্টফোনগুলোর ব্যাটারি অপটিমাইজেশন প্রযুক্তি এতটাই উন্নত যে, যদি কোনো অ্যাকটিভ কানেকশন না থাকে, তাহলে ওয়াইফাই বা ব্লুটুথ চালু থাকলেও ব্যাটারি খরচ হয় না বললেই চলে। তাই এগুলো চালু রাখা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

৪. আইপি রেটিং মানেই ফোন সম্পূর্ণ জলরোধী
আইপি রেটিং যুক্ত ফোন পানি এবং ধুলা প্রতিরোধে সহায়তা করে, তবে এটি ফোনকে ১০০% জলরোধী করে না। বিশেষ করে, লবণাক্ত পানি বা ক্লোরিনযুক্ত পানি ফোনের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ফোনকে সবসময় পানির সংস্পর্শ থেকে দূরে রাখা ভালো।

৫. ঠান্ডা আবহাওয়া ফোনের ক্ষতি করে
অত্যন্ত ঠান্ডা আবহাওয়ায় স্মার্টফোনের ব্যাটারির কার্যক্ষমতা সাময়িকভাবে কমে যেতে পারে, বিশেষ করে তাপমাত্রা শূন্যের নিচে নামলে। তাই পাহাড়ি বা বরফাচ্ছন্ন এলাকায় থাকলে ফোন শরীরের কাছাকাছি রাখার পরামর্শ দেওয়া হয়।

৬. নেটওয়ার্ক আইকন ফুল মানেই কল ভালো হবে
ফোনের সিগন্যাল বার পূর্ণ থাকলেই কলের মান ভালো হবে এমন নয়। নেটওয়ার্ক ট্রাফিক, সিগন্যালের মান এবং ব্যাকএন্ড ইনফ্রাস্ট্রাকচারের উপর কলের গুণগত মান নির্ভর করে। তাই সিগন্যাল থাকলেও কল ড্রপ বা নেটওয়ার্কের সমস্যা হতে পারে।

৭. ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করলে ব্যাটারি বেশি সময় টিকে
বর্তমান স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ব্যাকগ্রাউন্ড অ্যাপ পরিচালনা করতে সক্ষম। জোরপূর্বক অ্যাপ বন্ধ করলে, পরবর্তীতে তা আবার চালু করতে বেশি ব্যাটারি খরচ হতে পারে। তাই ফোনের স্বাভাবিক ব্যবস্থাপনায় চলতে দেওয়া ভালো।

৮. পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করলে ফোন ক্ষতিগ্রস্ত হয়
গুণগত মানসম্পন্ন পাওয়ার ব্যাংক ব্যবহারে ফোনের কোনো ক্ষতি হয় না। তবে নিম্নমানের বা অননুমোদিত পাওয়ার ব্যাংক ব্যবহার করলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে। তাই নির্ভরযোগ্য ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক ব্যবহার করাই ভালো।

৯. ফাস্ট চার্জিং ব্যাটারির আয়ু কমিয়ে দেয়
ফাস্ট চার্জিং প্রযুক্তি স্মার্টফোনের ব্যাটারির গঠন অনুযায়ী ডিজাইন করা হয়। উচ্চমানের চার্জিং প্রযুক্তি দুই ভাগে ব্যাটারিকে চার্জ করে, যাতে ব্যাটারির স্থায়িত্ব বজায় থাকে। তবে ১০০W-এর বেশি চার্জিং স্পিড দীর্ঘমেয়াদে ব্যাটারির ওপর প্রভাব ফেলতে পারে।

১০. ফোন গরম হলে তা নষ্ট হয়ে যায়
ফোনের প্রসেসর, ক্যামেরা এবং চার্জিং চলাকালীন স্বাভাবিকভাবেই কিছুটা গরম হয়। অধিকাংশ স্মার্টফোন ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। তবে অতিরিক্ত গরম লাগলে কিছুক্ষণ ব্যবহার বন্ধ রাখা ভালো।

স্মার্টফোন প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে, তাই আমাদেরও সচেতন হতে হবে। ভ্রান্ত ধারণার পরিবর্তে সঠিক তথ্য জানা থাকলে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে