রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ০৭:০৪:১১

যে ৬টি দেশে নাগরিকত্ব পাওয়া যায় বিয়ে করলেই!

যে ৬টি দেশে নাগরিকত্ব পাওয়া যায় বিয়ে করলেই!

বিদেশে স্থায়ীভাবে বসবাস বা নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু উচ্চশিক্ষা, ভালো চাকরি বা বড় অঙ্কের বিনিয়োগ ছাড়া সেই স্বপ্ন বাস্তবায়ন অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে আশার কথা হলো—বিশ্বের কিছু দেশ রয়েছে, যেখানে শুধুমাত্র বিয়ে করেই তুলনামূলকভাবে সহজে নাগরিকত্ব পাওয়া সম্ভব।

চলুন জেনে নিই এমনই ৬টি দেশের নাম, যেখানে প্রেম-ভালোবাসা শুধু জীবনসঙ্গীই নয়, হতে পারে নতুন পাসপোর্টের চাবিকাঠি।

১. তুরস্ক
তুরস্কের একজন নাগরিককে বিয়ে করলে এবং বিয়ের পর কমপক্ষে তিন বছর একসঙ্গে বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়।

বিশেষ সুবিধা:
তুরস্কের পাসপোর্ট দিয়ে ১১০টিরও বেশি দেশে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

২. স্পেন
স্প্যানিশ নাগরিককে বিয়ে করার পর মাত্র এক বছর একসাথে বসবাস করলেই নাগরিকত্বের আবেদন করা সম্ভব।

বিশেষ সুবিধা:
স্পেনের নাগরিকত্ব পেলে লাতিন আমেরিকা, ফিলিপাইন, পর্তুগালসহ কয়েকটি দেশের দ্বৈত নাগরিকত্ব অর্জন করা যায়।

৩. আর্জেন্টিনা
আর্জেন্টিনার নাগরিককে বিয়ের পর দুই বছর অতিবাহিত করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায়।

শর্ত:

বৈধ বিয়ের সনদ
অপরাধমুক্ত থাকার রেকর্ড
সাধারণ স্প্যানিশ ভাষাজ্ঞান
৪. মেক্সিকো
মেক্সিকান নাগরিককে বিয়ে করে দুই বছর একসাথে বসবাস করলেই নাগরিকত্বের আবেদন করা সম্ভব।

শর্ত:

স্প্যানিশ ভাষার মৌলিক জ্ঞান
বৈধ বিয়ের সনদ
৫. সুইজারল্যান্ড
অভিবাসনের ক্ষেত্রে সুইজারল্যান্ড সাধারণত কঠোর হলেও, বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার পথ তুলনামূলকভাবে সহজ।

শর্ত:

সুইস নাগরিকের সঙ্গে কমপক্ষে তিন বছর বিবাহিত থাকা
দেশে মোট পাঁচ বছর বসবাস, অথবা
বিদেশে ছয় বছর ধরে বিবাহিত থাকা
৬. কেপ ভার্ড (Cape Verde)
আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দ্বীপরাষ্ট্র কেপ ভার্ডে বিয়ের পরপরই নাগরিকত্বের আবেদন করা সম্ভব।

শর্ত:

বৈধভাবে কেপ ভার্ডের নাগরিককে বিয়ে করা

কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন:
প্রতিটি দেশের নাগরিকত্ব প্রক্রিয়া আলাদা এবং ভিন্ন শর্তসাপেক্ষ।
বেশিরভাগ ক্ষেত্রে বৈধ বিয়ের প্রমাণ, ভাষাজ্ঞান, এবং অপরাধমুক্ত থাকার রেকর্ড প্রয়োজন হয়।
নাগরিকত্ব মানেই সেই দেশের আইনি অধিকার, সুবিধা ও দায়িত্ব—তাই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি দিক ভালোভাবে বুঝে নেওয়া জরুরি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে