বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ০৫:৩৭:০৯

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হংকংয়ের তাই পোতে অবস্থিত ওয়াং ফুক কোর্ট হাউজিং এস্টেটে একাধিক ভবন জুড়ে বাঁশের ভারা আগুনে পুড়ে যাওয়ার সময় ধোঁয়া উড়তে থাকা অবস্থায় একজন ব্যক্তি প্রতিক্রিয়া জানাচ্ছেন। ছবি: রয়টার্স

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ একজন অগ্নিনির্বাপক কর্মীসহ কমপক্ষে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাওয়ার সময় ভবনগুলো থেকে ঘন ধূসর ধোঁয়া বের হতে থাকে, যা দ্রুত পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। 

ওয়াং ফুক কোর্ট নামে পরিচিত এই আবাসিক কমপ্লেক্সে মোট আটটি ব্লক এবং ১ হাজার ৯০০–রও বেশি ফ্ল্যাট রয়েছে। 

হংকং ফ্রি প্রেসের প্রতিবেদন অনুযায়ী, আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, আর একজনের অবস্থা স্থিতিশীল। সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচ পুলিশের বরাতে জানিয়েছে, দগ্ধ টাওয়ারগুলোর ভেতরে এখনো কয়েকজন আটকা রয়েছেন। গুরুতরভাবে দগ্ধ দুজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বিকেলের দিকে তাই পো এলাকার বাঁশের ভারা জুড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অন্তত তিনটি আবাসিক ব্লকে আগুন ধরে যায়।

৩১ তলা টাওয়ারগুলোতে আগুন ছড়িয়ে পড়ার পর নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন ফায়ার সার্ভিস সদস্যও আহত হন। ঘটনার সময় নিকটবর্তী একটি ওভারহেড ওয়াকওয়েতে অনেক মানুষ জড়ো হয়ে উদ্বিগ্ন দৃষ্টিতে ভবনগুলো থেকে বেরিয়ে আসা ঘন ধোঁয়া পর্যবেক্ষণ করছিলেন। আগুনের কারণে বেশ কয়েকটি ভবনের বাইরের বাঁশের ভারা দ্রুত আগুন ধরে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

ঘটনার সময় কাছাকাছি একটি ওভারহেড ওয়াকওয়েতে বহু মানুষ জড়ো হয়ে হতাশ চোখে ভবনগুলো থেকে ওঠা ঘন ধোঁয়া দেখছিল। ভবনগুলোর কিছু অংশ ছিল বাঁশের ভারা দিয়ে আচ্ছাদিত।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কমপ্লেক্সের নিচের রাস্তায় সারিবদ্ধভাবে অসংখ্য দমকলের গাড়ি ও অ্যাম্বুলেন্স মোতায়েন ছিল, এবং উদ্ধারকর্মীরা একাধিক দিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, একটি ভবন পুরোপুরি আগুনে গ্রাস হওয়ার সময় আকাশভর্তি ঘন ধোঁয়া উঠছে, আর দমকলকর্মীরা আগুন থামাতে নিরলসভাবে কাজ করছে।

এদিকে, ভবনের ভেতরে আটকে পড়া লোকজনকে নিরাপদে বের করে আনার পাশাপাশি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে