বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১০:৫৬:১৫

মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন, ১৩ জনের মৃত্যু

মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন, ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ের উত্তরাঞ্চলের তাই-পো জেলায় একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট নিশ্চিত করেছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে সব কটি মরদেহ উদ্ধার করেছেন। স্থানীয় সময় বুধবার (২৬শে নভেম্বর) বেলা তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আটটি ব্লকে বিভক্ত বিশাল এই ভবনে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে, যেখানে অন্তত চার হাজার মানুষ বসবাস করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধারকাজ শুরু করে।

তবে, এখনো আগুনের কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে