আন্তর্জাতিক ডেস্ক : ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে এবার ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে পশ্চিম ইন্দোনেশিয়ার দ্বীপটিতে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
সিমেলু দ্বীপের পূর্ব উপকূলে সিনাবাং শহর থেকে ৪৫ কিলোমিটার (২৭.৯ মাইল) পশ্চিম-উত্তর-পশ্চিমে, ২৫.৪ কিলোমিটার (১৫.৭ মাইল) গভীরতায় ভোর ৪.৫৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-ভৌতিক সংস্থা সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৬.৩ ছিল। খবর আনাদোলু এজেন্সির।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।
বৃহস্পতিবার স্থানীয় কোম্পাস টিভির খবরে জানানো হয়, সুমাত্রায় ভূমিধস ও বন্যার কারণে কমপক্ষে ৩২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
এর আগে, বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।
এছাড়া রোববার (২৩ নভেম্বর) ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে প্রায়শই ভূমিকম্প হয়। এখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।