আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ বিশেষ সামগ্রী রয়েছে এই তালিকায়। এর মধ্যে রয়েছে আসামের জগৎবিখ্যাত চা ও কাশ্মীরের বিখ্যাত সুগন্ধী মশলা জাফরান।
ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন উপলক্ষে দু’দিনের ভারত সফরে এসেছিলেন পুতিন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লিতে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। এ সময় দিল্লির ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
পুতিনের এই ভারত সফরে মোদি তার হাতে উপহার দেন গীতার একটি রাশিয়ান সংস্করণ। মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথোপকথন হয়েছিল, তা এই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে।
বন্ধু পুতিনকে একটি রুপোর টি-সেট উপহার দিয়েছেন মোদি, এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার। রুপোর উপর বিশেষ কারুকাজ করা ওই টি-সেটে চায়ের পেয়ালা, কেটলি এবং কয়েকটি পাত্র রয়েছে। পশ্চিমবঙ্গের শিল্প, সংস্কৃতির ছোঁয়া রয়েছে এই উপহারে।
এছাড়া পুতিনকে একটি রুপোর ঘোড়াও দিয়েছেন মোদি। এটি মহারাষ্ট্রের। উত্তরপ্রদেশের আগরায় তৈরি একটি মার্বেল পাথরের দাবার সেটও দেওয়া হয়েছে।
ভারত এবং রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত পিছিয়ে আসেনি। রাশিয়ার সঙ্গে বাণিজ্যনীতিতে পরিবর্তন করা হয়নি। দিল্লি থেকেও তা নিয়ে বার্তা দিয়েছেন পুতিন। তথ্যসূত্র: এনডিটিভি