শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:০২:১৮

সংসদের ঢুকে পড়লো গাধা, জানা গেল আসল সত্যিটা

সংসদের ঢুকে পড়লো গাধা, জানা গেল আসল সত্যিটা

আন্তর্জাতিক ডেস্ক : টেবিলের উপর রাখা রয়েছে ফাইলপত্র। পার্লামেন্টের ভিতরে আইনপ্রণেতাদের বসে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎ সকলেই ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। কারণ, পার্লামেন্টের ভিতর ঢুকে পড়েছে এক ‘অনুপ্রবেশকারী’। 

দৌড়ে ঢুকে একটি টেবিলের উপর আছাড় খেয়ে পড়ল সে। টেবিলে রাখা ফাইলপত্র কার্পেটের উপর ছড়িয়ে পড়ল। সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

‘রাশিয়ানিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে যে, পার্লামেন্টের ভিতর একটি গাধা ঢুকে পড়েছে। প্রথমে একটি চেয়ারে ধাক্কা লাগার পর টেবিলে আছড়ে পড়ে সে। 

পার্লামেন্টে উপস্থিত আইনপ্রণেতাদের কেউ কেউ তাড়াহুড়ো করে উঠতে গিয়ে চেয়ার থেকে পড়ে যান। কেউ আবার চেয়ারে বসেই সেই দৃশ্য দেখে হেসে গড়িয়ে পড়েন। এই ঘটনাটি পাকিস্তানের পার্লামেন্টে ঘটেছে বলে একাংশের দাবি।

তবে জানা গেছে ঘটনাটি সত্য নয়। পাকিস্তানের পার্লামেন্ট থেকে এমন কোনও ঘটনার উল্লেখ করা হয়নি। তাছাড়া ভিডিওটি ভাল করে পর্যবেক্ষণ করলেও বোঝা যায় যে, তা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। 

ভিডিওটির সত্যতা যাচাই না করেই নেটপাড়ার অনেকে তা নিয়ে হাসাহাসি শুরু করেছেন। আবার, এআই দিয়ে তৈরি জানার পর নেটাগরিকদের একাংশ ক্ষোভও প্রকাশ করেছেন। 

এক জন নেটব্যবহারকারী লিখেছেন, আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই উন্নত হয়ে গিয়েছে যে, খালি চোখে সত্য-মিথ্যা ধরা পড়া মুশকিল হয়ে যাচ্ছে। এমনকি, ভুল তথ্য ছড়িয়ে পড়ার ফলে ক্ষতিও হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে