আন্তর্জাতিক ডেস্ক : ডিলের কথা বললে, ফ্লিপকার্ট এখন এই ডিভাইসটি মাত্র 89,997 টাকায় অফার করছে। যার মানে আপনি এই ফোনটি লঞ্চ দাম থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত সোজা ছাড়ে কিনতে পারেন।
শুধু তাই নয়, কোম্পানি এই ফোনে বিশেষ ব্যাঙ্ক অফারও দিচ্ছে, যার পরে ফোনের দাম আরও কমে যাবে। Flipkart Axis বা SBI কার্ড পেমেন্টে গ্রাহকরা 4000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম কমে মাত্র ৮৫,৯৯৭ টাকা থাকবে।