বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৯:৪৪

বহুতল অফিস ভবনে ভয়াবহ আগুনে ২২ জনের মৃত্যু

বহুতল অফিস ভবনে ভয়াবহ আগুনে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বহুতল একটি অফিস ভবনে ভয়াবহ আগুন লেগে অন্তত ‘২২ জন’ নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে। আগুন নেভানো হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধারকাজ চলমান রয়েছে।

জাকার্তার পুলিশপ্রধান ‘সুসাতিও পুরনোমো কনদ্রো’ জানান, মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে রাজধানীর সাততলা অফিস ভবনটিতে আগুন লাগে। তিনি জানান, আগুন লাগার সময় কিছু শ্রমিক দুপুরের খাবার খাচ্ছিলেন।

পুলিশ ধারণা করছে, ভবনটির ‘প্রথম তলায় ব্যাটারি বিস্ফোরণের’ পর আগুনের সূত্রপাত ঘটে এবং পরে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে। ওই ভবনে ড্রোন নির্মাণের একটি প্রতিষ্ঠান রয়েছে। পুলিশপ্রধান সুসাতিও বলেন, নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী, যাঁদের মধ্যে ‘একজন অন্তঃসত্ত্বাও’ রয়েছেন।

ধারণা করা হচ্ছে, নিহতরা দগ্ধ হয়ে নয়, বরং ধোঁয়ার কারণে শ্বাস রোধ হয়ে মারা গেছেন। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে