বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৭:৫৬

যুক্তরাষ্ট্রের এই তালিকায় নাম আছে বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের এই তালিকায় নাম আছে বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক : অনিরাময়যোগ্য মশা-বাহিত রোগ ছিকুনগুনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় বাংলাদেশসহ চারটি গ্রীষ্মমণ্ডলীয় দেশে ভ্রমণকারী আমেরিকান নাগরিকদের জন্য লেভেল ২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এই তথ্য জানিয়েছে। খবর ফক্স নিউজের।

সিডিসির ঘোষণা অনুযায়ী, গ্রীষ্মমণ্ডলীয় দেশ কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই সতর্কতা কার্যকর থাকবে। সিডিসি আমেরিকানদের এই অঞ্চলগুলোতে ভ্রমণে উন্নত সতর্কতা অনুশীলন করার পরামর্শ দিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ছিকুনগুনিয়ার কোনো চিকিৎসা বর্তমানে নেই। তবে রোগটি টিকা-প্রতিরোধী এবং আক্রান্ত এলাকায় ভ্রমণকারীদের জন্য টিকা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এই ভাইরাসের সবচেয়ে সাধারণ উপসর্গগুলো হলো জ্বর এবং জয়েন্টে তীব্র ব্যথা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে কিছু রোগীর ক্ষেত্রে এই সংক্রমণ এতটাই গুরুতর হতে পারে যে অঙ্গহানি এবং মৃত্যুর ঝুঁকির কারণে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। গুরুতর ক্ষেত্রে জয়েন্টের ব্যথা মাস বা বছর ধরেও স্থায়ী হতে পারে।

ডব্লিউএইচও'র তথ্য অনুসারে, চলতি বছর (জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫) বিশ্বব্যাপী ছিকুনগুনিয়ার ৪ লাখ ৪৫ হাজার সন্দেহভাজন ও নিশ্চিত কেস এবং ১৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ডব্লিউএইচও আরও জানিয়েছে, বাংলাদেশেও ছিকুনগুনিয়ার ঝুঁকি বাড়ছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে রাজধানী ঢাকায় ৭০০ সন্দেহভাজন ছিকুনগুনিয়া কেস রিপোর্ট করা হয়েছে। এছাড়া দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে ১৬ হাজার স্থানীয়ভাবে সংক্রমিত কেস নিশ্চিত হয়েছে, যা দেশটিতে এ পর্যন্ত সবচেয়ে বড় প্রাদুর্ভাব।

সিডিসি আরও সতর্ক করেছে যে ব্রাজিল, কলম্বিয়া, ভারত, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন এবং থাইল্যান্ডের মতো দেশে ভ্রমণকারী আমেরিকানরাও ছিকুনগুনিয়া সংক্রমণের বর্ধিত ঝুঁকির সম্মুখীন হতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে