বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ০২:২৬:৪৩

মক্কা, মদিনা, রিয়াদ সহ সৌদির বিভিন্ন এলাকায় বিপুল বর্ষণ ও ঝড় হচ্ছে

মক্কা, মদিনা, রিয়াদ সহ সৌদির বিভিন্ন এলাকায় বিপুল বর্ষণ ও ঝড় হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম) সতর্ক করেছে, আবহাওয়া যদি দ্রুত উন্নতি না হয়, তাহলে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তর সীমান্ত এলাকায় বিপুল বর্ষণ ও ঝড় হচ্ছে। এ ছাড়া হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মাঝারি বর্ষণ ও কুয়াশার সঙ্গে ঝোড়ো আবহাওয়া চলছে।

এনসিএম জানিয়েছে, এই পরিস্থিতির মূল কারণ লোহিত সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ। সাগর থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮ থেকে ৪০ কিলোমিটার, এবং ঝোড়ো অবস্থায় এটি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পারস্য উপসাগর থেকেও দক্ষিণাঞ্চলে ১০-৩৫ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে।

মরুভূমির দেশ সৌদি আরবে এমন ঝড়-বৃষ্টি বিরল হলেও, গত কয়েক বছরে কয়েকবার ভারী বর্ষণ হয়েছে। জনগণকে নিরাপদ জায়গায় থাকার এবং আবহাওয়া সতর্কবার্তা মানার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: গালফ নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে