শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৯:৫৮

খুবই কম দামে পাওয়া যাচ্ছে Samsung এর প্রিমিয়াম ফোনটি

খুবই কম দামে পাওয়া যাচ্ছে Samsung এর প্রিমিয়াম ফোনটি

Samsung এর প্রিমিয়াম ফোনটি খুবই কম দামে পাওয়া যাচ্ছে। এই প্রিমিয়াম ফোনটি হল Samsung Galaxy S24, যা লঞ্চ প্রাইস থেকে 34 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। 

আসলে Flipkart সাইটে দুর্দান্ত ফিচার সহ এই ফোনটি আসল দাম থেকে অনেক সস্তায় কেনা যাবে। বলে দি যে স্যামসাং গ্যালাক্সি এস24 স্মার্টফোনটি চলতি বছরে দিওয়ালির আগে লঞ্চ করা হয়ছিল।

ফোনে ফ্ল্যাগশিপ প্রসেসর এবং প্রিমিয়াম ক্যামেরা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস24 5জি ফোনে ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

স্যামসাং গ্যালাক্সি এস24 ফোনটি দুটি স্টোরেজ বিকল্প 8GB RAM+128GB এবং 8GB RAM+256GB স্টোরেজ মডেলে আসবে। ফোনে বেস মডেলের দাম 74,999 টাকা এবং টপ মডেলের দাম 79,999 টাকা রাখা হয়েছে। তবে ফ্লিপকার্ট সাইটে এই ফোন 47,999 টাকার শুরুর দামে লিস্ট করা। ই-কমার্স সাইটে এই ফোন আরও 7000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে যার মানে ফোনটি 40,999 টাকার শুরুর দামে কেনা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে