রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮:১৮

সম্পদ অর্জনে নতুন মাইলফলক স্পর্শ কররেন ইলন মাস্ক!

সম্পদ অর্জনে নতুন মাইলফলক স্পর্শ কররেন  ইলন মাস্ক!

আন্তর্জাতিক ডেস্ক: বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক সম্পদ অর্জনে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। বিশ্বের শীর্ষ ধনী এই উদ্যোক্তার নিট সম্পদ ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা ইতিহাসে প্রথম।

ডেলাওয়ার সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর তার মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে। এর মাধ্যমে তিনি বিশ্বের প্রথম ৭০০ বিলিয়ন ডলারের ধনী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।

তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, টেসলার শেয়ারভিত্তিক পারিশ্রমিক চুক্তি পুনর্বহাল হওয়ায় ইলন মাস্কের সম্পদের পরিমাণ হঠাৎ করেই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফোর্বসের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, ডেলাওয়ার সুপ্রিম কোর্ট এই চুক্তি কার্যকর করায় তার মোট সম্পদ বেড়ে ৭৪৯ বিলিয়ন ডলারে পৌঁছায়। এর আগে বাতিল হওয়া শেয়ার অপশনগুলোর মূল্য ছিল প্রায় ১৩৯ বিলিয়ন ডলার।

২০১৮ সালে নির্ধারিত মাস্কের পারিশ্রমিক প্যাকেজটির মূল্য একসময় ছিল ৫৬ বিলিয়ন ডলার। তবে নিম্ন আদালত সেটিকে ‘অচিন্তনীয়’ আখ্যা দিয়ে বাতিল করেছিল। চলতি সপ্তাহে ডেলাওয়ার সুপ্রিম কোর্ট সেই রায় বাতিল করে প্যাকেজটি পুনর্বহাল করে। আদালত বলেন, ২০২৪ সালের যে রায়ে এই চুক্তি বাতিল করা হয়েছিল, তা ছিল অনুচিত এবং ইলন মাস্কের প্রতি অন্যায়।

এর আগেও চলতি সপ্তাহে মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হন। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শিগগিরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে—এমন খবরে তার সম্পদের পরিমাণ দ্রুত বাড়তে থাকে।

এর আগে গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের একটি আলাদা পারিশ্রমিক পরিকল্পনা অনুমোদন দেন, যা করপোরেট ইতিহাসে সর্ববৃহৎ পারিশ্রমিক প্যাকেজ হিসেবে বিবেচিত। বিনিয়োগকারীরা টেসলাকে শুধু বৈদ্যুতিক গাড়ি নির্মাতা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সভিত্তিক শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের মাস্কের পরিকল্পনার প্রতিও সমর্থন জানান।

ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় ইলন মাস্কের সম্পদ প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি।

যদিও বছরটির শুরুতে ইলন মাস্ককে কিছুটা অস্থিরতার মধ্য দিয়েও যেতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দেওয়া এবং পরবর্তী সময়ে বিভিন্ন বিরোধের জেরে সেখান থেকে সরে আসার ঘটনা তার জীবনে নতুন অভিজ্ঞতা যোগ করে। এরপর তিনি টেসলার উন্নয়নে পূর্ণ মনোযোগ দেন, যা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠানের শেয়ারের ঊর্ধ্বগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে