সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪:০৭

আমারা এখানে বাংলাদেশ হাইকমিশন থাকতে দেব না: শুভেন্দু অধিকারী

আমারা এখানে বাংলাদেশ হাইকমিশন থাকতে দেব না: শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতায় বাংলাদেশ হাইকমিশন নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী। এ সময় তিনি হাইকমিশনের সামনে লোকজন নিয়ে বিশৃঙ্খলা করেন।

সোমবার (২২ ডিসেম্বর) বার্তাসংস্থা এএনআইর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএনআই জানিয়েছে, কলকাতায় বাংলাদেশের হাইকমিশন রাখতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুভেন্দু সোমবার দলবল নিয়ে হাইকমিশনের সামনে যান। এ সময় তিনি বলেন, দীপুকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। আমারা এখানে বাংলাদেশ হাইকমিশন থাকতে দেব না। তাদের এটি তালাবদ্ধ করতে হবে।

এ সময় তিনি আগামী ২৪ ডিসেম্বর সীমান্তে এক ঘণ্টার প্রতীকি অবরোধ এবং ২৬ ডিসেম্বর আবারও অবস্থান নেওয়ার কথা জানান।

এদিকে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। হাইকমিশনের গেটে একটি নোটিশ ঝুলিয়ে বলা হয়েছে, ‘পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ থাকবে।’

ঢাকায় (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, গত কয়েকদিনে হাইকমিশনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও বাংলাদেশের ভিসা সেন্টারে হামলার ঘটনার পর বাংলাদেশের হাইকমিশন, উপদূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে। এমনকি হাইকমিশন বা দূতাবাসের নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘিত হওয়ায় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় ভারত সরকারের দিক থেকে আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে কর্মকর্তারা মনে করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে