আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। চলতি বছরের জন্য নির্ধারিত বিদেশি কর্মী নিয়োগের কোটা প্রায় পূরণ হয়ে যাওয়ায় সেবা জন্য নতুন আবেদন গ্রহণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন)।
বুধবার (২৪ ডিসেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর ফলে এই খাতে কাজ করতে ইচ্ছুক হাজার হাজার বিদেশি কর্মীর ভাগ্য এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
সরকারি তথ্যমতে, ২০২৫ সালের জন্য সেবা খাতে মোট ৩০ হাজার বিদেশি কর্মীর কোটা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বছরের শুরুতেই আবেদনের সংখ্যা এই সীমার একদম কাছাকাছি পৌঁছে যাওয়ায় শৃঙ্খলা বজায় রাখতে নির্ধারিত সময়ের আগেই আবেদন প্রক্রিয়া স্থগিত করার পথে হাঁটল প্রশাসন। মালয়েশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের (কেপিডিএন) অধীনে থাকা এই সেবা খাত মূলত খুচরা ব্যবসা, পাইকারি বাজার ও অন্যান্য জরুরি সেবা সংশ্লিষ্ট।
নতুন এই নির্দেশনা অনুযায়ী, সেবা খাতের নিয়োগকর্তারা আগামী ২৬ ডিসেম্বর পর আর কোনো আবেদন জমা দিতে পারবেন না। কেডিএন-এর ওয়ান স্টপ সেন্টার (ওএসসি) সেদিন থেকেই এই খাতের সব ধরনের ফাইল গ্রহণ বন্ধ করে দেবে। ফলে যারা এই খাতের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছিলেন, তাদের হাতে সময় আছে মাত্র কয়েক দিন। যারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন না, তাদের জন্য ২০২৫ সালের দরজা কার্যত বন্ধ হয়ে যাচ্ছে।
সেবা খাতে কড়াকড়ি আরোপ করলেও অন্যান্য অনুমোদিত উপ-খাতে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ এখনো উন্মুক্ত রেখেছে মালয়েশিয়া সরকার। ওই সব খাতের নিয়োগকর্তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। মন্ত্রণালয় থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, যারা এখনো আবেদন করেননি তারা যেন বর্তমান নিয়ম ও শর্তাবলী মেনে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করেন।