শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২৬:১১

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার(২৭ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে সাগরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, ইয়িলান কাউন্টির উপকূলীয় এলাকায় আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৩ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ইয়িলান শহরের উত্তর-পূর্ব উপকূল থেকে আনুমানিক ৩২ কিলোমিটার দূরে অবস্থিত।

শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী তাইপেসহ বিভিন্ন এলাকার ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের আতঙ্কে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

এর আগে গত ১৮ ডিসেম্বরও তাইওয়ানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে। সূত্র : রয়টার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে