সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০৭:০৫

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের বাইরে শনিবার হিন্দুত্ববাদীদের নেতৃত্বে আয়োজিত এক বিক্ষোভ খালিস্তানপন্থীরা বাধা দিয়েছে। এ সময় বিক্ষোভটি খালিস্তানি গোষ্ঠীর ‘ভারতবিরোধী’ স্লোগান ও খালিস্তানি পতাকা প্রদর্শনের মুখে পড়ে।

বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার খবরের সঙ্গে সম্পর্কিত করে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে খালিস্তান রেফারেন্ডাম প্রচারের সমন্বয়ক পরমজিত সিং পাম্মা এক ভারতীয় হিন্দু বিক্ষোভকারীর সঙ্গে স্বল্প সময়ের হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা দ্রুত এ ঘটনায় হস্তক্ষেপ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের আলাদা করে দেন এবং মিশন ভবনের কাছাকাছি থেকে দলগুলোকে ছত্রভঙ্গ করেন। এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি।

ইউকে ইনসাইট গ্রুপের মনু খাজুরিয়া বলেন, ‘সামঞ্জস্য ও সংখ্যালঘু অধিকারের পক্ষে কথা বলা কণ্ঠস্বরগুলোকে স্তব্ধ করতে খালিস্তানি চরমপন্থীদের চেষ্টা দেখা সত্যিই বিস্ময়কর ছিল।’ সূত্র : ডন, এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে