রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:১৪:০৫

কম বাজেটে একটি স্টাইলিশ ও ভালো মাইলেজ দেওয়া বাইক Bajaj Pulsar 125

কম বাজেটে একটি স্টাইলিশ ও ভালো মাইলেজ দেওয়া বাইক Bajaj Pulsar 125

ভারতীয় বাজারে স্পোর্টি কমিউটার বাইকের কথা এলে প্রথমেই যে নামটি মাথায় আসে, তা হলো Bajaj Pulsar। এই জনপ্রিয় সিরিজের অন্যতম আকর্ষণীয় মডেল Bajaj Pulsar 125, যা ছোট ইঞ্জিন ক্যাপাসিটির মধ্যেও শক্তিশালী লুক এবং উন্নত পারফরম্যান্সের সমন্বয় ঘটিয়েছে। শহর ও গ্রামের দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি তরুণ প্রজন্মের চাহিদা ও পছন্দকে বিবেচনা করে বাইকটি ডিজাইন করা হয়েছে। জেনে নিন এই বাইকটি সম্পর্কে।

Bajaj Pulsar 125: ভারতীয় বাজারে স্পোর্টি কমিউটার বাইকের কথা উঠলেই যে নামটি প্রথমে আসে, তা হল Bajaj Pulsar। এই জনপ্রিয় সিরিজেরই একটি গুরুত্বপূর্ণ মডেল Bajaj Pulsar 125, যা কম ইঞ্জিন ক্যাপাসিটির মধ্যেও শক্তিশালী লুক ও পারফরম্যান্সের সমন্বয় এনে দিয়েছে। দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি তরুণ প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখেই এই বাইকটি ডিজাইন করা হয়েছে।
ডিজাইন ও লুক

Bajaj Pulsar 125-এ রাখা হয়েছে Pulsar সিরিজের চেনা আগ্রাসী স্টাইলিং। মাংসল ফুয়েল ট্যাঙ্ক, স্পোর্টি গ্রাফিক্স, আধুনিক হেডল্যাম্প ডিজাইন এবং শক্তপোক্ত বডি লাইন এই বাইককে আলাদা পরিচিতি দেয়। টুইন স্ট্রিপ টেইলল্যাম্প ও স্প্লিট গ্র্যাব রেল বাইকটির প্রিমিয়াম লুক আরও বাড়িয়ে তুলেছে।
ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বাইকে রয়েছে ১২৪.৪ সিসির সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি প্রায় ১১.৮ পিএস শক্তি এবং ১০.৮ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত এই ইঞ্জিন শহরের রাস্তায় মসৃণ ও নির্ভরযোগ্য পারফরম্যান্স দেয়। ট্রাফিকের মধ্যেও বাইকটি সহজে নিয়ন্ত্রণযোগ্য হওয়ায় নতুন ও অভিজ্ঞ—দুই ধরনের রাইডারের কাছেই এটি জনপ্রিয়।

মাইলেজ ও রাইডিং অভিজ্ঞতা
Bajaj Pulsar 125 মূলত ভালো মাইলেজের জন্য পরিচিত। বাস্তব পরিস্থিতিতে এই বাইক প্রতি লিটারে প্রায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। শক্তপোক্ত সাসপেনশন সেট-আপ এবং আরামদায়ক সিটের কারণে দীর্ঘ সময় চালালেও ক্লান্তি কম হয়, যা দৈনন্দিন অফিস যাত্রা বা কলেজ যাওয়ার জন্য বেশ উপযোগী।
ফিচার ও সেফটি

বাইকটিতে আধা-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে, যেখানে স্পিডোমিটার, ফুয়েল গেজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজেই দেখা যায়। সেফটির জন্য সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেকের বিকল্প রয়েছে। পাশাপাশি কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (CBS) থাকার ফলে ব্রেকিং আরও স্থিতিশীল ও নিরাপদ হয়।

দাম ও বাজারে অবস্থান

ভারতীয় বাজারে Bajaj Pulsar 125 একটি সাশ্রয়ী স্পোর্টি বাইক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বিভিন্ন ভ্যারিয়েন্ট ও ফিচারের উপর নির্ভর করে এর দাম কিছুটা ওঠানামা করে। প্রতিযোগিতামূলক মূল্যের কারণে এই বাইকটি ১২৫ সিসি সেগমেন্টে শক্ত অবস্থান ধরে রেখেছে।বর্তমানে ভারতীয় বাজারে Bajaj Pulsar 125-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে আনুমানিক ৮০ হাজার টাকা থেকে। ভ্যারিয়েন্ট এবং ব্রেকিং সিস্টেমের উপর ভিত্তি করে এই দাম ৮৫ হাজার টাকার কাছাকাছি পর্যন্ত যেতে পারে (দাম সময় ও রাজ্যভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে।)
কার জন্য উপযুক্ত?

যাঁরা কম বাজেটে একটি স্টাইলিশ, শক্তপোক্ত ও ভালো মাইলেজ দেওয়া বাইক খুঁজছেন, তাঁদের জন্য Bajaj Pulsar 125 একটি আদর্শ পছন্দ। শহুরে যাতায়াতের পাশাপাশি মাঝেমধ্যে হাইওয়েতে চালানোর জন্যও এই বাইকটি যথেষ্ট সক্ষম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে