রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:২৫:৪৩

টাকা দিতে হবে ফেসবুকে লিংক শেয়ার করতে

টাকা দিতে হবে ফেসবুকে লিংক শেয়ার করতে

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকে পোস্টে কতগুলো লিংক শেয়ার করা যাবে সে বিষয়ে নতুন সীমাবদ্ধতা পরীক্ষা শুরু করেছে মেটা। পরীক্ষামূলকভাবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারীকে জানানো হয়েছে, সাবস্ক্রিপশন ছাড়া তারা নির্দিষ্ট সংখ্যার বেশি লিংক শেয়ার করতে পারবেন না। এজন্য মাসিক সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়েছে ৯.৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২২১ টাকা।

মেটা জানিয়েছে, এটি একটি সীমিত পরিসরের পরীক্ষা। সাবস্ক্রাইবারদের জন্য লিংকসহ বেশি সংখ্যক পোস্ট করার সুবিধা অতিরিক্ত মূল্য যোগ করে কি না, তা যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ ম্যাট নাভারা বলেন, এই পদক্ষেপের মাধ্যমে মেটা তাদের প্ল্যাটফর্মের আরও অংশ থেকে আয় বাড়ানোর চেষ্টা করছে। তিনি জানান, এটি শুধু ভেরিফিকেশনের বিষয় নয়; বরং প্রয়োজনীয় ফিচারগুলো ধীরে ধীরে সাবস্ক্রিপশনের আওতায় আনার কৌশল।

নাভারার মতে, মেটা ভেরিফায়েড সেবার মাধ্যমে নীল টিক, উন্নত অ্যাকাউন্ট সাপোর্ট ও ভুয়া পরিচয় থেকে সুরক্ষার মতো সুবিধায় এরই মধ্যে মূল্য নির্ধারণ করেছে। এখন কনটেন্ট ডিস্ট্রিবিউশন এবং অন্য ওয়েবসাইটে ব্যবহারকারী পাঠানোর মতো মৌলিক সক্ষমতাও ধীরে ধীরে মূল্যনির্ভর হয়ে উঠছে।

তিনি নিজেও সম্প্রতি একটি নোটিফিকেশন পান, যেখানে জানানো হয়-১৬ ডিসেম্বর থেকে তিনি মাসে সর্বোচ্চ দুইটি লিংকই শেয়ার করতে পারবেন, যদি না সাবস্ক্রিপশন নেন। নাভারা বলেন, ‘আপনি যদি একজন ক্রিয়েটর বা ব্যবসা প্রতিষ্ঠান হন এবং ফেসবুককে গ্রোথ বা ট্রাফিকের কৌশল হিসেবে ব্যবহার করেন, তাহলে এখন সেটার জন্য মূল্য দিতে হবে এটাই মূল বার্তা।’

ফেসবুক জানিয়েছে, এই পরীক্ষা ‘প্রফেশনাল মোড’ ব্যবহারকারী এবং পেজ পরিচালনাকারী নির্বাচিত কিছু অ্যাকাউন্টের মধ্যে সীমাবদ্ধ। এসব ফিচার মূলত ক্রিয়েটর ও ব্যবসায়ীদের কনটেন্ট প্রচার এবং পারফরম্যান্স বিশ্লেষণে ব্যবহৃত হয়।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ক্রিয়েটরদের জন্য একটি কঠিন বাস্তবতা তুলে ধরছে ফেসবুক আগের মতো নির্ভরযোগ্য ট্রাফিক উৎস নাও থাকতে পারে। নাভারা বলেন, ‘মেটা সবসময় আগে মেটাকেই অগ্রাধিকার দেবে। তাই একটি প্ল্যাটফর্মের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে ব্যবসা পরিচালনা করা ঝুঁকিপূর্ণ।’

এর আগে টুইটার (বর্তমানে এক্স) অধিগ্রহণের পর ইলন মাস্ক ভেরিফিকেশনকে পেইড সেবায় রূপ দেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে মেটাও অনুরূপ ভেরিফিকেশন সেবা চালু করে। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে