রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৪:০০

চোখ বাঁধা অবস্থায় আটক মাদুরোর ছবি প্রকাশ

চোখ বাঁধা অবস্থায় আটক মাদুরোর ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয় বলে জানানো হয়েছে। পরে হেলিকপ্টারে করে তাকে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে নেওয়া হয়।

খবরে বলা হয়, সস্ত্রীক নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলায় নেওয়া হচ্ছে।

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছাই রঙের ট্র্যাকস্যুট পরিহিত মাদুরোর চোখ কালো বন্ধনী দিয়ে বাঁধা। তার হাতে একটি পানির বোতল রয়েছে। পাশাপাশি তার কানে বিশাল আকৃতির হেডফোনও দেখা যায়।

তবে প্রকাশিত ছবিতে মাদুরোর স্ত্রীকে দেখা যায়নি। ফলে তার স্ত্রী মাদুরোর পাশে ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: সিএনএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে