রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৭:০৬

দিল্লিতে থাকা আপনার বোনকে বাংলাদেশে ফেরত পাঠান, মোদিকে ওয়াইসির কড়া হুঁশিয়ারি

দিল্লিতে থাকা আপনার বোনকে বাংলাদেশে ফেরত পাঠান, মোদিকে ওয়াইসির কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বসবাসরত ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বিতাড়নের ইস্যু নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে এক হাত নিলেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। 

সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন অবিলম্বে তার দেশে ফেরত পাঠানো হয়। মহারাষ্ট্র ও মুম্বাইয়ের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওয়াইসির এই আক্রমণাত্মক বক্তব্য এখন আলোচনার কেন্দ্রে। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের।  

ওয়াইসি তার বক্তব্যে বিজেপি সরকারের ‘বাংলাদেশি বিতাড়ন’ নীতির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি প্রায়ই মহারাষ্ট্র ও বিহারের মতো রাজ্যগুলোতে সাধারণ বাংলাভাষী মানুষদের ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে হয়রানি করছে। 

এ প্রসঙ্গে মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, মহারাষ্ট্রের মানুষকে বলা হচ্ছে বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে দিল্লিতে বসে থাকা আপনার সেই ‘বোন’ শেখ হাসিনাকে কেন পাঠানো হচ্ছে না? তাকেও বাংলাদেশে পৌঁছে দিন।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে ওয়াইসি স্লোগান তুলে বলেন, হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে ‘নারায়ে তাকবির’ ধ্বনি দিন। এর জবাবে জনতা সম্মিলিতভাবে ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়। 

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর থেকেই তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন। ওয়াইসি এর আগেও একাধিকবার প্রশ্ন তুলেছিলেন যে, সাধারণ মানুষদের যদি অনুপ্রবেশকারী বলা হয়, তবে ক্ষমতাচ্যুত একজন নেত্রীকে কোন যুক্তিতে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে