রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬, ০৬:০৭:২৪

মাদুরোকে আটক, বিশ্ববাজারে তেলের দামে উল্টো প্রভাব

মাদুরোকে আটক, বিশ্ববাজারে তেলের দামে উল্টো প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার জেরে বিশ্ববাজারে তেলের দামে যে প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছিল, বাস্তবে তা কিন্তু হয়নি। গতকাল শনিবার বিশ্ববাজারে তেলের দাম উল্টো আরও কমেছে।

অয়েল প্রাইস ডট কমের তথ্যানুসারে, গতকাল বিশ্ববাজারে বেন্ট্র ক্রুডের দাম শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬০ ডলার ৭৫ সেন্ট নেমে এসেছে। সেই সঙ্গে ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ৫৭ ডলার ৩২ সেন্টে কমেছে। অন্যান্য ব্র্যান্ডের তেলের দামও কমেছে। 

বিশ্লেষকদের মতে, অপরিশোধিত তেলের বাজারে একসময় যে ভূরাজনৈতিক উত্তেজনা বা ভীতি কাজ করত, সাম্প্রতিক বছরগুলোতে তা একরকম  অদৃশ্য। গত বছরের জুন মাসে বিশ্ববাসী তার নজির দেখেছে। তখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের লক্ষ্যে বড় ধরনের বোমা হামলা চালালেও তেলের বাজারে তেমন প্রভাব পড়েনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে