মঙ্গলবার, ০৬ জানুয়ারী, ২০২৬, ০২:৫৯:৪৯

অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে ১০০ বছরের মাহাথির মোহাম্মদকে

অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে ১০০ বছরের মাহাথির মোহাম্মদকে

আন্তর্জাতিক ডেস্ক : আধুনিক মালয়েশিয়ার স্থপতি ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ নিজ বাসভবনে পড়ে গিয়ে আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনার পর তাকে দ্রুত কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয়েছে।

ড. মাহাথিরের প্রেস সচিব সুফি ইউসুফ এক বার্তায় জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ১০০ বছর বয়সি এই প্রবীণ রাজনীতিবিদকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।

 তিনি আরও জানান, বাসভবনের বারান্দা থেকে লিভিং রুমে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান ড. মাহাথির। তবে হাসপাতালে নেয়ার সময় তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, পড়ে যাওয়ার পর শারীরিক কোনো জটিলতা এড়াতে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত বুলেটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে গত কয়েক বছর ধরেই অনিয়মিতভাবে অসুস্থতায় ভুগছেন এই প্রবীণ নেতা। এর আগে গত বছরের ১৩ জুলাই শারীরিক ক্লান্তির কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সেবার প্রাথমিক চিকিৎসা শেষে একই দিনে তিনি বাসায় ফিরতে পেরেছিলেন।
 
ড. মাহাথির মোহাম্মদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর মালয়েশিয়াসহ বিশ্বজুড়ে তার শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত আরোগ্য কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বার্তা দিচ্ছেন তার অনুসারীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে