বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৭:২০

হঠাৎ উল্টে গেল ইরানের চিত্র, এবার এলো যে খবর

হঠাৎ উল্টে গেল ইরানের চিত্র, এবার এলো যে খবর

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের গত কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দেশটির সরকার। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফোয়াদ ইজাদি বলেছেন, গত কয়েকদিনে বড় ধরনের কোনো বিক্ষোভই আর হয়নি। তার ধারণা পরিস্থিতি এখন পুরোপরি সরকারের নিয়ন্ত্রণে।

বুধবার (১৪ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরাকে প্রফেসর ফোয়াদ বলেন, “গত ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আমি কোনো বিক্ষোভ দেখিনি। আমরা আর কোনো দাঙ্গাও দেখিনি।”

গত বৃহস্পতিবার নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ডাকে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করেন। এরপর ওইদিনই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। যা এখনো চলমান আছে।

ইন্টারনেট বিচ্ছিন্নের ব্যাপারে এ প্রফেসর জানিয়েছেন, নিরাপত্তার জন্য সরকার এ কাজ করেছে। তিনি গত বছরের জুনে ইসরায়েল-ইরানের যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, “ইসরায়েলের মোসাদের গুপ্তচররা ইরানের (ইন্টারনেট) অবকাঠামো ব্যবহার করে যোগাযোগ করেছে এবং একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার পরিচালনা করেছে। যা পরবর্তীতে খুঁজে পাওয়া যায়।”

এছাড়া বিক্ষোভের সময় অনেক দাঙ্গাবাজ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে দাবি করেছেন তিনি। এমনকি যেসব দোকানদার তাদের দোকান বন্ধ রাখেননি তাদেরও গুলি করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। তিনি বলেন, “দাঙ্গাবাজরা দোকানিদের হত্যা করেছে।”

আলজাজিরা পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার থেকে সরকারপন্থিরাই রাজপথে অবস্থান করছেন। অপরদিকে বিক্ষোভকারীর সংখ্যা কমেছে। সূত্র: আলজাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে