বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৮:৩১

মালয়েশিয়া অবৈধভাবে কাজ করা বিদেশি নাগরিকদের জন্য এবার যে ঘোষণা

মালয়েশিয়া অবৈধভাবে কাজ করা বিদেশি নাগরিকদের জন্য এবার যে ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ট্যুরিস্ট বা ভিজিট ভিসা ব্যবহার করে অবৈধভাবে কাজ করা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

বুধবার (১৪ জানুয়ারি) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারের এই অবস্থানের কথা জানান দেশটির যোগাযোগমন্ত্রী ও সরকারি মুখপাত্র ফাহমি ফাজিল।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সম্প্রতি মালয়েশিয়ার ব্যবসায়িক মহলের পক্ষ থেকে ট্যুরিস্ট ভিসায় আসা বিদেশিদের অবৈধভাবে কাজ করা নিয়ে ব্যাপক অভিযোগ উত্থাপিত হয়েছে। এর প্রেক্ষিতে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আইনি কাঠামো বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সরকার জানিয়েছে, অনেক বিদেশি নাগরিক পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করে বিভিন্ন খাতে অননুমোদিতভাবে কাজে যুক্ত হচ্ছেন। এতে দেশের শ্রমবাজারের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আইনি জটিলতা তৈরি হচ্ছে। এই অপব্যবহার রুখতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দ্রুত মাঠে নামার নির্দেশ দেয়া হয়েছে।
যারা ভিসার শর্ত লঙ্ঘন করে কাজে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে বিলম্ব না করে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে।

যোগাযোগমন্ত্রী ফাহমি স্পষ্ট করে বলেন, ‘ব্যবসায়িক সম্প্রদায় এবং বিভিন্ন মহলের উদ্বেগের প্রেক্ষিতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যারা ভিজিটর ভিসার অপব্যবহার করে কাজ করছেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর ব্যবস্থা নেবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে